সৌদি আরব ভিসা চেক অনলাইন বাংলাদেশ সমস্ত উপায়ে
আপনি যদি সৌদি আরব ভিসা চেক অনলাইন বাংলাদেশ করার সব ধরনের উপায় সম্পর্কে জানতে
চাচ্ছেন তাহলে এই পোস্টটি আপনার উপকারে আসতে পারে। কোন দেশের দেওয়ার জন্য আমাদের
অবশ্যই ভিসা থাকতে হবে।
ভিসা ছাড়া আমরা কখনোই অন্য দেশে যেতে পারবো না। এই ভিসা করা ও চেক করার কিছু
নিয়ম আছে এই নিয়মগুলো মানলে আপনি খুব সহজে ভিসা চেক করতে পারবেন। চলুন তাহলে
সৌদি আরব ভিসা চেক অনলাইন বাংলাদেশ সম্পর্কে জেনে আসা যাক।
পেইজ সূচি: সৌদি আরব ভিসা চেক অনলাইন বাংলাদেশ
- ভিসা নাম্বার দিয়ে ভিসা চেক
- সৌদি আরব ভিসা চেক অনলাইন বাংলাদেশ
- ভিসা নাম্বার কোথা থেকে পাবেন?
- ভিসা স্ট্যাটাস গুলো কী হতে পারে?
- পাসপোর্ট নাম্বার দিয়ে সৌদি ভিসা চেক
- অ্যাপ্লিকেশন নাম্বার এবং পাসপোর্ট নম্বার দিয়ে ভিসা চেক
- সৌদি ভিসার দাম কত?
- সৌদি আরব যেতে কি কি কাগজ লাগে
- সৌদি ভিসা চেক করার সময় সাধারণ সমস্যা ও সমাধান
- সৌদি ভিসা চেক করার জন্য অ্যাপস
- নতুন নিয়মে সৌদি ভিসা চেক
ভিসা নাম্বার দিয়ে ভিসা চেক
ভিসা নাম্বার দিয়ে ভিসা চেক করার জন্য আপনার নিচের তথ্যগুলোর প্রয়োজন পড়বে
যেমন:
- আপনার জাতীয় পরিচয় পত্র বা জন্ম তারিখ লাগবে।
- আপনার পাসপোর্ট নাম্বার লাগবে।
- ভিসা নাম্বার অথবা রেফারেন্স নাম্বার প্রয়োজন হবে।
- এছাড়া একটি আবেদন করার ফরম।
উপরে তথ্যগুলো ভিসা চেকের জন্য প্রয়োজন পড়বে।
সৌদি আরব ভিসা চেক অনলাইন বাংলাদেশ
কিছু ওয়েবসাইটের মাধ্যমে আপনি সৌদি আরবের ভিসা নাম্বার দিয়ে ভিসা চেক করতে
পারবেন। সাধারণত দুই টু ওয়েবসাইটের মাধ্যমে ভিসা নাম্বার দিয়ে চেক করা যায়
যেমন: Enjazit ও MOFA ওয়েবসাইট।
Enjazit ওয়েবসাইটের মাধ্যমে চেক করার পদ্ধতি:
প্রথমে Enjazit ওয়েবসাইটে ( https://enjazit.com.sa) প্রবেশ করুন ও Visa
Services এ যান। তারপর আপনি যে নাম্বার দিয়ে আবেদন করছিলেন সেই আবেদন নাম্বার,
জাতীয় পরিচয় পত্র ও পাসপোর্ট নাম্বার দিন। ক্যাপচা ফার্মটি পূরণ করে সাবমিট
অপশনে ক্লিক করুন। এরপর আপনার ভিসার সমস্ত তথ্য স্ক্রিনে দেখতে পাবেন।
MOFA ওয়েবসাইটের মাধ্যমে চেক করার নিয়ম:
প্রথমে আপনাকে MOFA ওয়েব সাইটে( https://visa.mofa.gov.sa) প্রবেশ করতে হবে।
এরপর Query অপশনে ক্লিক করুন এবং পাসপোর্ট নাম্বার ও ভিসা নাম্বার দিয়ে প্রবেশ
করুন। ক্যাপচা ও আপনার সঠিক দেশ দিয়ে সাবমিট এ ক্লিক করুন। এরপর আপনি আপনার
স্কিনে ভিসার স্ট্যাটাস দেখতে পাবেন।
ভিসা নাম্বার কোথা থেকে পাবেন?
আপনার ভিসা আবেদনটি ফর্মটি নির্দিষ্ট স্থানে জমা দেওয়ার পর আপনি যেই সংস্থা বা
এজেন্সিতে আবেদন করছিলেন সেই এজেন্সি বা সংস্থা থেকে আপনাকে একটা ভিসা নম্বর
অথবা রেফারেন্স নাম্বার দেওয়া হবে।
- অনলাইনে ফর্মটি পূরণ করার সময় দেখতে পারেন।
- আপনি যেই ট্রাভেল এজেন্সির মাধ্যমে আবেদন করেছেন সেই ট্রাভেল এজেন্সির ফর্মে দেওয়া থাকতে পারে।
- তারা সাধারণত এই নম্বরগুলো ইমেইলে দিয়ে থাকে।
- আবেদন ডাউনলোড করার ফর্মটিতে থাকতে পারে।
এই নম্বর গুলো আপনাকে সংরক্ষণ করে রাখতে হবে কেননা এই নম্বরের মাধ্যমে আপনি
ভিসা নাম্বার দিয়ে ভিসা চেক করতে পারবেন। নম্বরটি ভুলে গেলে বা হারিয়ে ফেললে
বিভিন্ন সমস্যার মুখোমুখি হতে পারে না।
আরো পড়ুন:
অঙ্গীকারনামা লেখার নিয়ম গার্মেন্টস।
ভিসা স্ট্যাটাস গুলো কী হতে পারে?
পরবর্তীতে আপনি যখন ভিসা নাম্বার দিয়ে ভিসা দেখতে যাবেন তখন নিচের এই
স্ট্যাটাস গুলো দেখতে পেতে পারেন:
- আপনার আবেদনটি চলমান (Process) রয়েছে।
- আপনার ভিসাটি (Approved) হয়েছে।
- আপনার ভিসা আবেদনটি (Rejected) বাতিল করা হয়েছে।
- ভিসায় সমস্যা( Issued) পাওয়া গেছে।
- ভিসাটি সংগ্রহ (Ready for Collection) করা হবে
- ভিসার আবেদন (Expired) মেয়াদ শেষ হয়ে গেছে।
পাসপোর্ট নাম্বার দিয়ে সৌদি ভিসা চেক
সৌদি আরবের ভিসা সাধারণত দুই টি উপায়ে অনলাইনের মাধ্যমে চেক করা যায়।
আগে অনেকেই পাসপোর্ট নাম্বার দিয়ে সৌদি আরবের ভিসা চেক করার জন্য
enjazit.com.sa এই ওয়েবসাইটটি প্রয়োজন হত। কিন্তু এখন আর এই ওয়েবসাইটের
মাধ্যমে ভিসা চেক করা যাচ্ছে না। তবে কিছু নতুন নিয়মে সৌদি ভিসা চেক করা যায়।
এজন্য প্রথমে আপনাকে https://visa.mofa.gov.sa/VisaPerson/GetApplicantData এই
ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
নিচে দেওয়া ধাপ গুলো লক্ষ করুন।
প্রথমে https://visa.mofa.gov.sa/VisaPerson/GetApplicantData এই ওয়েবসাইট
টিতে প্রবেশ করুন।
এরপর এই ওয়েবসাইট এর ভাষা সাধারণত আরবি।আপনি চাইলে ইংরেজিও করতে পারবেন।
এরপর আপনার সামনে একটি ফরম দেখতে পারবেন ফর্মটি সঠিক তথ্য দিয়ে পূরণ করুন। এই
ফর্মে আপনার পাসপোর্ট নাম্বারটি চাবে। আপনি আপনার পাসপোর্ট নাম্বারটি ফর্মে
দিন। তারপর আপনার ভিসার টাইপ ( ওয়ার্কিং ভিসা, বিজনেস ভিসা, মেডিকেল ভিসা ও
টুরিস্ট ভিসা ইত্যাদি ), জাতীয় পরিচয় পত্র, আপনার দেশের নাম, Educational ও
Visa Issuing Authority ( Dhaka) ইত্যাদি তথ্যগুলো আপনার পাসপোর্ট দেখে
সঠিকভাবে পূরণ করুন।
এরপর আপনার সামনে একটি Captcha Code আসবে এটি কি আপনি সঠিক ভাবে পূরণ করুন।
তারপর search অপশনে ক্লিক করুন। আপনি যদি ভিসার মোফা করে থাকলে তাহলে স্কিনে আপনার ভিসার সকল তথ্য আপনি দেখতে পাবেন। আর
যদি আপনার ভিসা মোফা করা না থাকে তাহলে ভিসার কোন তথ্য দেখা যাবে না। এজন্য
আপনাকে কয়েকদিন অপেক্ষা করতে হতে পারে। এছাড়াও আপনি চাইলে visa.mofa.gov.sa
ওয়েবসাইটের মাধ্যমে ভিসা চেক করতে পারেন। এর জন্য আপনার অ্যাপ্লিকেশন নাম্বার
ও পাসপোর্ট নম্বরের প্রয়োজন হবে।
অ্যাপ্লিকেশন নাম্বার এবং পাসপোর্ট নম্বার দিয়ে ভিসা চেক
অ্যাপ্লিকেশন নাম্বার এবং পাসপোর্ট নম্বার দিয়ে ভিসা চেক করার জন্য প্রথমে
আপনাকে visa.mofa.gov.sa ওয়েবসাইট এ প্রবেশ করতে হবে। ওয়েবসাইটে প্রবেশের পর
আপনার সামনে ছবির মতো একটি স্ক্রিন শো করবে। স্কিনের ডানপাশের Query তে
(Application Number, Passport Number ইত্যাদি) কিছু তথ্য দিতে হবে।
Inquiry type এর জায়গায় Visa Application নির্বাচন করুন। Application Number
এর জায়গায় ভিসার অ্যাপ্লিকেশন নম্বার দিন। এরপর Passport Number দিন ও search
অপশনে ক্লিক করুন। উপরের নিয়ম গুলো ফলো করলে আপনি আপনার ভিসার সমস্ত তথ্য
জানতে পারবেন।
সৌদি ভিসার দাম কত?
সৌদি আরব সাধারণত কয়েকটি ক্যাটাগরির ভিসা পাওয়া যায়। আপনি যদি সৌদি আরবে কাজের উদ্দেশ্যে জান হলে আপনার ওয়ার্ক পারমিট ভিসার প্রয়োজন হবে আর এই ভিসার দাম সবচেয়ে বেশি ।ওয়ার্ক পারমিট ভিসা করতে সাধারণত ৮ লাখ থেকে ১২ লাখ টাকা পর্যন্ত লাগতে পারে। তবে সরকারিভাবে ভিসার মূল্য অনেক কম। আপনি যদি সরকারিভাবে ভিসা করতে চান তাহলে আপনার 4 লাখ থেকে ৫ লাখ টাকা মতন খরচ হতে পারে।সৌদি যেতে কত টাকা লাগে?
সৌদি আরবে সাধারণত দুইটি মাধ্যমে যাওয়া যায় যেমন: সরকারি ও বেসরকারি। সরকারি
মাধ্যমে সৌদি আরব দেওয়ার খরচ কিছুটা কম যেমন সরকারি মাধ্যমে ভিসা করলে ৭ লাখ
থেকে ৮ লাখ টাকা হবে। আর বেসরকারি মাধ্যমে সৌদি আরব যাওয়ার জন্য আপনার
প্রায় ৯ লাখ টাকা থেকে ১২ লাখ টাকা পর্যন্ত লাগতে পারে।
সৌদি আরব যেতে কি কি কাগজ লাগে
আমাদের ভেতর অনেকেই বিভিন্ন দেশে যাওয়ার জন্য ভিসা করতে চাই কিন্তু তারা জানে
না ভিসা করতে কি কি কাগজ লাগে। আপনি যদি কোন দেশে যেতে চান তাহলে অবশ্যই আপনার
ভিসা প্রয়োজন পড়বে। আর এই ভিসা তৈরির জন্য বিভিন্ন কাগজপত্রের প্রয়োজন ।
বিভিন্ন ভিসায় সৌদি আরব যাওয়া যায় যেমন: টুরিস্ট ভিসা, ওয়ার্কিং ভিসা ও
মেডিকেল ভিসা ইত্যাদি। এই প্রতিটি ভিসায় আবেদনের জন্য নির্দিষ্ট তথ্যের প্রয়োজন হয়। চলুন তাহলে
এ সম্পর্কে নিচে আলোচনা করা যাক।
- ভিসা তৈরির জন্য প্রথমে আপনার একটি পাসপোর্ট এর প্রয়োজন হবে।
- পাসপোর্ট সাইজের ছবি ( ২ টি )।
- মেডিকেল সার্টিফিকেট।
- ভোটার আইডি কার্ড অথবা আপনার জাতীয় পরিচয়পত্রর ফটোকপি।
- পুলিশ ক্লিয়ারেস্নের একটি সার্টিফিকেট।
সৌদি ভিসা চেক করার সময় সাধারণ সমস্যা ও সমাধান
আমরা অনেকেই অনেক সময় সৌদি আরব ভিসা চেক অনলাইন বাংলাদেশ করার সময় বিভিন্ন
ধরনের সমস্যা দেখতে পাই। যেগুলো আমাদের অনেক সময় বিভ্রান্ত করে ফেলে। এই
সমস্যাগুলো সমাধান সম্পর্কে নিচে দেওয়া হল:
- আমাদের অনেক সময় ফর্ম পূরণে ভুল হয়। যদি ফরমটি বুঝতে অসুবিধা হয় তাহলে পেজটি আবার Refresh করুন।
- যদি পাসপোর্ট নাম্বার ভুল দেখায় তাহলে পুনরায় সঠিক ভাবে পাসপোর্ট নাম্বার দিন।
- ওয়েবসাইট যদি লোড করতে সমস্যা হয় তাহলে আপনার ইন্টারনেট সংযোগ পরীক্ষা করুন ।
- সৌদি আরবের ভিসা চেক করার অ্যাপস বা ওয়েবসাইট অনেক সময় আরবি ভাষায় হয়ে থাকে। এই ভাষা বোঝার জন্য আপনি চাইলে Google Translate ব্যবহার করতে পারেন।
সৌদি ভিসা চেক করার জন্য অ্যাপস
বর্তমান এই তথ্য প্রযুক্তির যুগে আমাদের যে কোন কাজ অনেক সহজ হয়ে গেছে। আমরা
চাইলে খুব সহজে অনলাইনে মাধ্যমে যে কোন জিনিস সম্পর্কে জানতে পারি। ঠিক তেমনি
বর্তমানে ভিসা চেক করার জন্য বিভিন্ন অ্যাপ তৈরি করা হয়েছে যার মাধ্যমে
শুধুমাত্র পাসপোর্ট নাম্বার অথবা ভিসার নম্বর দিয়ে সহজে আমরা আমাদের ভিসা
পরীক্ষা করতে পারি। চলুন তাহলে নিচে অ্যাপ এর মাধ্যমে ভিসা চেক করার নিয়ম
সম্পর্কে জেনে আসি।
অ্যাপের মাধ্যমে সৌদি ভিসা চেক করার পদ্ধতি
উপরে আমরা সৌদি আরব ভিসা চেক অনলাইন বাংলাদেশ সম্পর্কে আলোচনা করেছি। বর্তমানে
বিভিন্ন অ্যাপের মাধ্যমে সৌদি ভিসা যাচাই করতে পারবেন। প্রথমে আপনি প্লে স্টোরে
গিয়ে Saudi Arabia Visa check লিখে কোন একটি বিশ্বস্ত ও ভালো অ্যাপ ইন্সটল
করুন। এরপর অ্যাপটি ওপেন করুন। আপনার সামনে একটি ফরম ওপেন হবে এই ফরমটি নিচে
দেওয়া তথ্যগুলো দিয়ে ফিলাপ করুন।
- মেনু থেকে বাংলাদেশ country সিলেক্ট করুন।
- আপনার পাসপোর্ট নাম্বারটি দিন।
- আপনি কোন ভিসায় যেতে চান সেটা নির্বাচন করুন।
- ভিসায় আবেদন করার আইডি নাম্বারটি দিন।
- স্ক্রিনে দেওয়া ক্যাপচা কোড টি পূরণ করুন।
- এরপর Search অপশনে ক্লিক করুন।
- কিছুক্ষণের ভেতরে আপনি আপনার ভিসার সমস্ত তথ্য দেখতে পাবেন।
নতুন নিয়মে সৌদি ভিসা চেক
আগে আমাদের সৌদি আরবের ভিসা চেক করার জন্য ভিসা অফিসে গিয়ে ঘন্টার পর ঘন্টা
লাইনে দাঁড়িয়ে ভিসা চেক করতে হতো। কিন্তু বর্তমানে নতুন নিয়মে সৌদি আরবের
ভিসা চেক করা আমাদের জন্য অনেক সহজ হয়ে গেছে। আপনি চাইলে যেকোনো সময় ঘরে বসে
অনলাইনের মাধ্যমে ভিসা চেকের বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে ভিসার চেক করতে
পারবেন।
নতুন নিয়মে ভিসা চেকের সুবিধা সমূহ:
- নতুন নিয়মে মাত্র কয়েক মিনিটের ভিতরে খুব সহজে ও দ্রুত ভিসা চেক করতে পারবেন।
- আপনি চাইলে ঘরে বসেই ওয়েবসাইটের মাধ্যমে চেক করতে পারবেন।
- অনলাইনে ভিসা চেকের জন্য কোন টাকা পয়সার প্রয়োজন হয় না।
- অনলাইনের মাধ্যমে ঘরে বসেই সৌদি আরবের ভিসা চেক করার অফিসিয়াল ওয়েবসাইট এর মাধ্যমে সমস্ত তথ্য জানতে পারবেন।
কিছু সাধারন প্রশ্ন ( FAQ )
সৌদি আরবের ভিসা কত প্রকার?
বর্তমানে মূলত ৬ প্রকারের সৌদি আরবের ভিসা চালু রয়েছে।
সৌদি আরবের ভিসা কিভাবে চেক করে?
আপনি চাইলে ঘরে বসে অনলাইনের মাধ্যমে ভিসা চেক করার অফিসিয়াল ওয়েবসাইটের
মাধ্যমে খুব সহজে সৌদি আরব ভিসা চেক করতে পারবেন। আপনার পাসপোর্ট নম্বরের
মাধ্যমে এই ওয়েবসাইট দিয়ে ভিসা চেক করতে পারবেন।
পাসপোর্ট নাম্বার দিয়ে সৌদি ভিসা চেক করতে কত সময় লাগে?
সঠিক তথ্য দিয়ে আপনি চাইলে কয়েক মিনিটের ভেতর পাসপোর্ট নাম্বার দিয়ে সৌদি
ভিসা চেক করতে পারবেন।
ভিসা নাম্বার দিয়ে সৌদি ভিসা চেক করা যায়?
হ্যা, ওয়েবসাইটের মাধ্যমে (visa.mofa.gov.sa) ভিসা নাম্বার ভিসা চেক করা
যায়।
ওমরাহ ভিসা চেক করার পদ্ধতি কী?
উপরে দেওয়া পদ্ধতি গুলো অনুসরণ করে ওমরাহ ভিসা চেক করতে পারবেন এজন্য আপনাকে
শুধু মাত্র Visa Type এর মধ্যে Umrah Visa নির্বাচন করতে হবে।
সৌদি ভিসা চেক করতে কোনো ফি লাগে?
না, সৌদির ভিসা চেক করতে কোন টাকার প্রয়োজন হয় না।
পাসপোর্ট নাম্বার দিয়ে সৌদি ভিসা চেক করার নিয়ম?
পাসপোর্ট নাম্বার দিয়ে সৌদি আরবের ভিসা চেক করার জন্য আপনাকে
visa.mofa.gov.sa ওয়েব সাইটে প্রবেশ করতে হবে। এরপর আপনার পাসপোর্ট নম্বর,
জাতীয় পরিচয় পত্র,জাতীয়তা, Visa Type ও ভিসার Visa Issuing Authority
(dhaka) নির্বাচন করুন। তারপর আপনার সামনে যদি ক্যাপচা কোর্ট আসে তাহলে
এটা পূরণ করে সার্চ বাটনে ক্লিক করুন ।
সৌদি ভিসা চেক করার লিংক?
সৌদি ভিসা চেক করার অন্যতম বিশ্বস্ত ও জনপ্রিয় ওয়েবসাইটের লিংক হল
visa.mofa.gov.sa । এই ওয়েবসাইট এর মাধ্যমে আপনি খুব সহজে সৌদি আরবের
ভিসা চেক করতে পারবেন।
সৌদি আরবের ভিসা আসল কি নকল চেনার উপায় কী?
visa.mofa.gov.sa ওয়েবসাইটের মাধ্যমে শুধুমাত্র পাসপোর্ট নম্বর দিয়ে সৌদি
ভিসা আসল কি নকল তা পরীক্ষা করতে পারবেন। স্পনসরের তথ্য, মেয়াদ ও ভিসার ধরন ও
প্রয়োজনে তথ্যগুলো মিলিয়ে দেখুন। জাল ভিসার হাত থেকে বাঁচতে অফিশিয়াল
মাধ্যমগুলো ব্যবহার করুন।
সৌদি আরবের ভিজিট ভিসা স্ট্যাটাস চেক?
অফিসিয়াল ওয়েবসাইটে পাসপোর্ট নম্বর দিয়ে ফর্মে ভিজিট ( visit ) অপশনটি
নির্বাচন করে আপনার সৌদি আরবের ভিজিট ভিসার স্ট্যাটাস জানতে পারবেন।
সৌদি আরব যাওয়ার বয়স সীমা কত?
আপনার বয়স যদি সর্বনিম্ন ২১ বছর হয় তাহলে আপনি সৌদি আরবে যেতে পারবেন।
শেষের প্রশ্ন: সৌদি আরব ভিসা চেক অনলাইন বাংলাদেশ
উপরে আমরা সৌদি আরব ভিসা চেক অনলাইন বাংলাদেশ করার সব ধরনের উপায় সম্পর্কে
বিস্তারিত আলোচনা করেছি। যার মাধ্যমে আমরা বুঝতে পারি কোন দেশে যাওয়ার জন্য
ভিসার গুরুত্ব কতটুকু। আশা করি আপনারা ভিসা চেক করার সমস্ত উপায় সম্পর্কে জানতে
পেরেছেন।


অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url