আসল শিলাজিৎ চেনার উপায়-শিলাজিৎ বাংলাদেশে কোথায় পাওয়া যায়


আপনি যদি আসল শিলাজিৎ চেনার উপায় ও শিলাজিৎ বাংলাদেশে কোথায় পাওয়া যায় শিলাজিৎ এর উপকারিতা ও অপকারিতা এই সম্পর্কে জানতে চাচ্ছেন তাহলে আপনি এই পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন। শিলাজিৎ একটি খুবই উপকারী ঔষধি গুণ সম্পূর্ণ খনিজ। 
আসল শিলাজিৎ চেনার উপায়-শিলাজিৎ বাংলাদেশে কোথায় পাওয়া যায়


যা আমাদের শরীরের জন্য অনেক উপকারী। তবে কিছু কিছু ক্ষেত্রে এর অনেক পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়। তাহলে চলুন এই পোস্টের মাধ্যমে আসল শিলা জিৎ চেনার উপায়, শিলাজিৎ বাংলাদেশে কোথায় পাওয়া যায় ও শিলাজিৎ এর উপকারিতা ও অপকারিতা সর্ম্পকে জেনে আসা যাক।
পেইজ সূচি : আসল শিলাজিৎ চেনার উপায়-শিলাজিৎ বাংলাদেশে কোথায় পাওয়া যায়

আসল শিলাজিৎ চেনার উপায় 

শিলাজিৎ অনেক উপকারিতা থাকায় বাজারে এর চাহিদা অনেক বেশি। এজন্য কিছু অসাধু ব্যবসায়ী বিভিন্ন ভাবে শিলাজিতের নকল তৈরি করে বাজারে বিক্রি করে যেটা দেখতে শিলাজিৎ মত হলেও এগুলো আসল শিলাজিৎ নয়। এই শিলাজিৎ খেলে আমাদের শরীরের উপকার হওয়া তো দূরের কথা বরং নানা ধরনের ক্ষতি হতে পারে। 

এজন্য আমাদের অবশ্যই আসল শিলাজিৎ এর চেনার উপায় সম্পর্কে জেনে বাজার থেকে ভালো মানের শিলাজিৎ ক্রয় করতে হবে। আসলে শিলাজিৎ চেনার অনেক উপায় আছে যে পরীক্ষা গুলোর মাধ্যমে আপনারা সহজেই শিলাজিৎ আসল কি নকল তা সহজেই পরীক্ষা করতে পারবেন। চলুন আসুন শিলাজিৎ চেনার উপায় সম্পর্কে কিছু তথ্য জেনে আসি।

আগুনে দিয়ে পরিক্ষা 

আগুনে দিয়ে শিলাজিৎ পরিক্ষা করা যায়। আসল শিলাজিৎ আগুনে দিলে ফুলে ওঠে। অন্যদিকে নকল শিলাজিৎ আগুনে দিলে সম্পূর্ণ গলে যায়। শিলাজিৎ আগুনে দিলে তা সম্পূর্ণ গলে না এবং ধোঁয়া তৈরি করে। আর নকল শিলাজিৎ আগুনে দিলে সম্পূর্ণ পুড়ে যায়।

পানিতে দিয়ে পরিক্ষা 

পানির মধ্যেমে শিলাজিৎ আসল কি নকল তা পরীক্ষা করা যায়। আসল শিলাজিৎ পানিতে দিলে সম্পূর্ণ গলে পানির সাথে মিশে যায়। শিলাজিৎ এর কোন দানা বা অংশ দেখা যায় না। অন্যদিকে নকল শিলাজিৎ পানিতে দিলে সম্পূর্ণ গলে না এবং পানিতে অবশিষ্ট অংশ থেকে যায়। 

স্বাদ পরিক্ষা করে 

শিলাজিৎ এর স্বাদ নিয়েও শিলাজিৎ আসল কি না তা পরীক্ষা করা যায়। শিলাজিৎ জিভেতে দিলে যদি দেখেন এর স্বাদ কিছুটা তেতো ও মাটি মাটি স্বাদ তাহলে বুঝবেন এটি আসল শিলাজিৎ।

গলন পরিক্ষা 

আসল শিলাজিৎ সামান্য তাপ দিলেই নরম হয়ে যায়। এটি আপনি চাইলে খুব সহজে পরিক্ষা করে নিতে পারেন। প্রথমে কিছু পরিমাণ শিলাজিৎ নিন এবং হাত দিয়ে চেপে ধরুন। যদি এটি নরম হয়ে যায় তাহলে বুঝবেন এটি আসল। আর যদি নরম না হয় তাহলে বুঝবেন এটি নকল। কেননা আসল শিলাজিৎ খুব কম তাপমাত্রায় গলে যায়।

রং ও গন্ধ পরিক্ষা 

শিলাজিৎ আসল কি নকল তা রং ও গন্ধ পরিক্ষার মাধ্যমে খুব সহজে বুঝতে পারবেন। আসল শিলাজিৎ এর রং সাধারণত গাড়ো বাদামী বা গাড়ো কালো রং এর হয়ে থাকে। আসল শিলাজিৎ এর গন্ধ কিছুটা মেটে মেটে হয়ে থাকে। অনেক আয়ুর্বেদিক চিকিৎসক বলে থাকেন শিলাজিৎ এর গন্ধ গোমূত্র মতন। এটি দেখতে মসৃণ হয়। এবং আসল শিলাজিৎ হাতে নিলে আঠালো আঠালো মনে হয়। আর যদি দেখেন এটি অতিরিক্ত শুকনো তাহলে বুঝবেন এটি নকল শিলাজিৎ।

আসল শিলাজিৎ কিনতে ক্লিক করুন

শিলাজিৎ বাংলাদেশে কোথায় পাওয়া যায়


উপরে আমরা আসল শিলাজিৎ চেনার উপায় সম্পর্কে জানলাম। এবার আমরা জানবো শিলাজিৎ বাংলাদেশে কোথায় পাওয়া যায়। শিলাজিৎ মূলত একটি খুবই দুর্লভ ও আমাদের শরীরের জন্য উপকারী একটি খনিজ পদার্থ। যাকে মহামূল্যবান ঔষুধ ও বলা হয়। এজন্য এর চাহিদা অনেক বেশি তবে এর যোগান তেমন নেই বললেই চলে। কেননা বিভিন্ন দেশের সরকার শিলাজিৎ রপ্তানি করা নিষিদ্ধ করেছে।

বাংলাদেশের খুব কম জায়গায় আসল শিলাজিৎ পাওয়া যেয়ে থাকে। তবে আপনি চাইলে ভারত, নেপাল অথবা অন্যান্য কোন দেশ থেকে শিলাজিৎ আমদানি করে আনতে পারেন। আপনি শিলাজিৎ বাংলাদেশের কোন বিশ্বস্ত ভেষজ দোকান থেকে কিনতে পারেন। এছাড়াও অনলাইনে অনেক সাইট আছে সেখান থেকেও কিনতে পারেন। তবে অবশ্যই শিলাজিৎ কিনার আগে আসল কি নকল তা পরীক্ষা করে কিনবেন তা না হলে আপনি প্রতারণার শিকার হতে পারে।

শিলাজিৎ খাওয়ার নিয়ম

শিলাজিৎ আমাদের শরীরের জন্য খুবই উপকারী একটি খনিজ পদার্থ। যা আমাদের শরীরের নানা রোগ নিরাময়ের সহায়তা করে। তবে শিলাজিৎ থেকে ভালো ফলাফল পেতে সঠিক নিয়মে শিলাজিৎ খেতে হবে। সঠিক নিয়মে ও পরিমিত মাত্রায় সেবন করলে শিলাজিৎ থেকে অবশ্যই উপকার পাওয়া সম্ভব।

৪০০ থেকে ৫০০ মিলিগ্রাম শিলাজিৎ পানি, দুধ অথবা মধুর সাথে মিশিয়ে সকালে খালি পেটে খেতে পারেন এতে ভালো উপকার হবে। দিনে একবারের বেশি খাওয়া উচিত নয় এবং সর্বোচ্চ একমাস খেতে পারেন এর বেশি দিন খেতে হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিবেন।

শিলাজিৎ কি

শিলাজিৎ হল আমাদের শরীরের জন্য খুবই উপকারী একটি খনিজ পদার্থ। যা পাহাড়ের ফাটলে পাওয়া যায়। এটি খুবই দুর্লভ একটি খনিজ পদার্থ। শিলাজিৎ এক ধরনের রজন। তবে একটি সব পাহাড়ে পাওয়া যায় না। পৃথিবীর কিছু দেশের কিছু পাহাড়ে এই বস্তুটি পাওয়া যায়। বিশেষ করে রাশিয়া, নেপাল ও আফগানিস্তান  ইত্যাদি দেশ গুলোতে শিলাজিৎ বেশি পাওয়া যায় এজন্য চাহিদা শিলাজিৎ এত বেশি। 

শিলাজিৎ এর চাহিদার তুলনায় জোগান এত কম যে বিভিন্ন দেশের সরকার শিলাজিৎ রপ্তানি নিষিদ্ধ করে দিয়েছে। যেমন রাশিয়া তাদের দেশ থেকে শিলাজিৎ রপ্তানি সম্পন্ন নিষিদ্ধ করেছে। শিলাজিৎ মূলত এক ধরনের খনিজ পদার্থ যা পাহাড়ের পাওয়া যায়। পাহাড়ে শত শত বছর ধরে বিভিন্ন গাছপালা ও পশুপাখির জীবাশ্ম থেকে তৈরি হয় এই মহামূল্যবান শিলাজিৎ।

শিলাজিৎ এর কিছু সাধারণ নাম

শিলাজিৎ একটি খনিজ যা বিভিন্ন পাহাড়ের ফাটলে পাওয়া যায়। শিলাজিৎ কে আমরা ইংরেজিতে mineral pitch, asphaltum  বা block bitumen নামে চিনে থাকি। ভারতের বিভিন্ন রাজ্যে শিলাজিৎ কে বিভিন্ন নামে চিনে থাকে যেমন
  • আসমাজা 
  • শিলাজায়া, 
  • গাইজায়ারিয়া, 
  • আসমাজাতুকা 
  • মুমি 
  • মুমিও 
  • সিলাজাত 
  • শিলাজাতু 
  • সিলাজাতু 
  • কানমন্ডম 
  • সাইলেয়া 
  • শিলাজা 
  • পাঞ্জাবি নুম 
  • মেমিয়া 
  • শিলাধাতুজা 
  • অদ্রিজা 
  • শিলাস্বেদা 
  • শিলা নির্যাস

শিলাজিৎ এর উপকারিতা

প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন ও মিনারেল থাকা এই শিলাজিৎ আমাদের শরীরের জন্য অনেক উপকারী। শিলাজিৎ আমাদের মানসিক চাপ, বিষন্নতা ও উদ্বেগ কমাতে খুব ভালো কাজ করে ও আমাদের শরীরের কোষ গঠন ও মেরামতের মাধ্যমে শরীরকে শক্তিশালী কর্মঠ রাখে শরীরের শক্তি বৃদ্ধি  করে।
  • যেসব রোগে শিলাজিৎ এর ব্যবহার
  • শিলাজিৎ আমাদের বিভিন্ন রোগ নিরাময়ে সাহায্য করে যেমন।
  • রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।
  • রক্ত স্বল্পতা দূর করে।
  • হার্টের স্বাস্থ্য ভালো রাখে।
  • উচ্চতা জনিত সমস্যা দূর করে।
  • অ্যালজাইমার্স এর সমস্যা দূর করে।
  • পাকস্থলীর আলসার এর জন্য উপকারী।
  • ওজন কমাতে সাহায্য করে।
  • পুরুষদের জন্য উপকারী।
  • ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী।
  • রক্তে গ্লুকোজের মাত্রা কমায়।
  • কোষ্ঠকাঠিন্য দূর করে।

আরো পড়ুন : চিয়া সিড এর উপকারিতা ও অপকারিতা
পড়ুন আরো :পাঙ্গাস মাছে কি এলার্জি আছে-পাঙ্গাস মাছের উপকারিতা ও অপকারিতা

ওজন কমাতে শিলাজিৎ এর উপকারিতা 

বিভিন্ন গবেষণায় দেখা গেছে শিলাজিৎ আমাদের শরীরের ওজন কমাতে ও ওজন নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। শিলাজিৎ আমাদের শরীরে বি এম আই এর মাত্রা বাড়িয়ে ওজন কমাতে পারে। শিলাজিৎ আমাদের শরীরের মেটাবলিক কে প্রভাবিত করতে পারে এবং শরীরের ক্যালরি বার্ন করার মাধ্যমে ওজন কমাতে খুব ভালো কাজ করে। শিলাজিৎ ফলিক এসিড, লোহা ও খনিজ পদার্থ একটি খুবই ভালো উৎস যা আমাদের শরীরের লাল রক্ত কোষের সংখ্যা বাড়ায় আমাদের শরীরে কোষে অক্সিজেন সরবরাহ বাড়ানোর মাধ্যমে শরীরের ওজন কমাতে পারে।

রক্তস্বল্পতা দূর করতে শিলাজিৎ এর উপকারিতা

শিলাজিৎ আমাদের রক্তস্বল্পতা দূর করতে খুব ভালো কাটতে পারে কার্যকরী।শিলাজিৎ রয়েছে প্রচুর পরিমাণ আয়রন যা আমাদের শরীরে হিমোগ্লোবিন তৈরির মাধ্যমে রক্তস্বল্পতা দূর করতে সাহায্য করে।শিলাজিৎ লাল রক্ত কোষকে বৃদ্ধিতে সক্ষম। শিলাজিৎ আমাদের শরীরে রক্তস্বল্পতাকে দূর করে শরীরের ক্লান্তি ও দুর্বলতা দূর করে । 

ডায়াবেটিসের জন্য শিলাজিৎ এর উপকারিতা

আয়ুর্বেদিক ডাক্তাররা ডায়াবেটিস রোগীদের শিলাজিৎ খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন কেননা ডায়াবেটিস রোগীদের জন্য শিলাজিৎ একটি খুবই কার্যকরী ঔষধি গুন সম্পূর্ণ হার্ব। এছাড়াও বিভিন্ন ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া রোধে শিলাজিৎ ভালো কাজ করে। ডায়াবেটিসের জন্য হওয়া বহুমূত্র সমস্যা দূর করতে ডাক্তাররা শিলাজিৎ খাওয়ার পরামর্শ দেন। বিভিন্ন গবেষণা দেখা গেছে ডায়াবেটিসের রোগীদের জন্য সাধারণভাবে ব্যবহৃত ওষুধের থেকেও শিলাজিৎ ডায়াবেটিস রোগ নিরাময় অধিক কার্যকর।

কোলেস্টরেলের জন্য শিলাজিৎ এর উপকারিতা

আয়ুর্বেদিক চিকিৎসকের মতে কোলেস্টেরল মাত্রা নিয়ন্ত্রণ শিলাজিৎ অধিক কার্যকরী। বিভিন্ন গবেষণা দেখা গেছে নিয়মিত শিলাজিৎ সেবন করলে আমাদের শরীরের ভালো কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি পায় এবং খারাপ কোলেস্টরেল মাত্রা কমাতে পারে।শিলাজিৎ এ রয়েছে প্রচুর পরিমাণে আন্টি অক্সিডেন্ট যা আমাদের শরীরের রক্তনালীরতে খারাপ কোলেস্টেরলের স্তর তৈরিতে বাধা দেয়। যা আমাদের হার্ট এটাকের ঝুঁকি কমাতে অনেকটা কার্যকরী।

অ্যালজাইমারের সমস্যায় শিলাজিৎ এর উপকারিতা

বিভিন্ন গবেষণায় দেখা গেছে শিলাজিৎ অ্যালজাইমারের লক্ষণ গুলো কমাতে ও এর থেকে পরিত্রাণ পেতে সাহায্য করে। অ্যালজাইমার হল একটি নিউরোলজিক্যাল অসুখ তার জন্য আমাদের স্মৃতি ও চেতনা হারিয়ে যায়। শিলাজিৎ খেলে অ্যালজাইমারের জন্য হওয়া উদ্বেগ, বিষণ্ণতা, বিরক্তি ও ঘন ঘন মেজাজ পরিবর্তন হাওয়া থেকে মুক্তি দেয়।

উচ্চতার সমস্যা ও  ভয় দূর করতে শিলাজিৎ এর উপকারিতা

আমাদের মধ্যে অনেকেই আছে যারা যেকোনো ধরনের উচ্চতা কে ভয় পায় তাদের জন্য শিলাজিৎ খুবই উপকারী হতে পারে। এছাড়াও উচ্চতা জনিত যেই সমস্যা গুলো হয়ে থাকে যেমন পেটের সমস্যা, ডায়রিয়ার, বমি বমি ভাব, মাথা ঘোরা, ক্লান্তি, ক্ষিদে কমে যাওয়া ও কাশির মত সমস্যা দূর করে শিলাজিৎ। ভারতের বিভিন্ন গবেষণায় দেখা গেছে উচ্চতার কারণে হওয়া সমস্যাগুলোর একক সমাধান হলো শিলাজিৎ। শিলাজিৎ আমাদের শরীরে উচ্চতার কারণে হওয়া চাপ ও উদ্বেগ দূর করতে সাহায্য করে।

পুরুষদের জন্য শিলাজিৎ এর উপকারিতা

পুরুষদের গোপন সমস্যার জন্য শিলাজিৎ একটি খুবই উপকারী খনিজ। প্রাচীন কাল থেকে শিলাজিৎ পুরুষদের হরমোন টেস্টোস্টেরন বৃদ্ধির জন্য ব্যবহার হয়ে আসছে। এটি পুরুষদের লিবিডো বাড়ানোর পাশাপাশি পুরুষদের উর্বরতা বৃদ্ধিতে খুবই কার্যকরী। শিলাজিৎ পুরুষদের শরীরে টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধি করে যা লিবিডো ও উর্বরতা বৃদ্ধির জন্য দায়ী। পুরুষদের সহনশীলতা ও বিরত্ব বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিলাজিৎ শুক্রাণু তৈরি করতে ও শুক্রাণুর গুণগত মান ঠিক রাখতে সাহায্য করে।

শিলাজিৎ আমাদের মানসিক চাপ ও বিষণ্নতা কমানোর মাধ্যমে শরীরের কর্টিসল হরমোন কমায় এবং টেস্টোস্টেরন হরমোন এর মাএাকে বৃদ্ধি করে। শিলাজিৎ আমাদের শরীরের রক্ত সঞ্চালনকে বৃদ্ধি করে। এটি পুরুষদের হরমোন বৃদ্ধির পাশাপাশি শুক্রাণুর মানকে উন্নত করে। সুতরাং আসল শিলাজিৎ এর চেনার উপায় সম্পর্কে জেনে যদি বাজার থেকে ভালো মানের শিলাজিৎ কিনে সেবন করেন তাহলে এ থেকে অবশ্যই উপকার প্বেন।

চুলের জন্য শিলাজিৎ এর উপকারিতা

যারা চুল পড়ার সমস্যাই ভুগছেন তাদের জন্য শিলাজিৎ উপকারী হতে পারে। বর্তমানে পুরুষদের মধ্যে মানসিক চাপের কারণে বা অন্য কোন কারণে চুল পড়ার সমস্যা ব্যাপকভাবে বেড়ে চলেছে এই সমস্যাগুলো শুধু ছেলেদের নয় বরং মেয়েদের ভেতরে দেখা যায়। যার অন্যতম সমাধান হিসেবে শিলাজিৎ ব্যবহার করা যেতে পারে । 

শিলাজিৎ আমাদের চুলকে শক্তিশালী করে । চুল পড়া রোধ করে। শিলাজিৎ মাথার ত্বকে রক্ত সঞ্চালন বৃদ্ধির মাধ্যমে চুলের স্বাস্থ্য ভালো রাখতে কাজ করে। এছাড়াও চুলের উজ্জ্বলতা ও গুণগতমান ঠিক রাখে। আসল শিলাজিৎ এর চেনার উপায় সম্পর্কে জেনে  চুলের জন্য এটি ব্যবহার করলে এ থেকে অবশ্যই উপকার পাওয়া সম্ভব।

মানসিক চাপ কমাতে শিলাজিৎ এর উপকারিতা 

শিলাজিৎ আমাদের মানসিক চাপ, উদ্বেগ ও বিষণ্নতা দূর করতে খুব ভালো কাজ করে। বর্তমানে আমাদের সমাজের তরুণ তরুণী থেকে শুরু করে সব বয়সের মানুষের মধ্যে মানসিক চাপ লক্ষ করা যায় । এই মানসিক চাপ ও বিষণ্নতার জন্য দায়ী যে সকল হরমোন তা কমাতে সাহায্য করে এবং আমাদের শরীরে হ্যাপি হরমোন ( সেরোটনিন ) এর মাএাকে বৃদ্ধি করে। এটি আমাদের শরীরের হরমোনের মাত্রা নিয়ন্ত্রণে রাখে।

হার্টের সমস্যায় শিলাজিৎ এর উপকারিতা 

বর্তমান পৃথিবীতে যত মানুষ অকালে মৃত্যুবরণ করেন তারা বেশির ভাগই মানুষ হার্টের সমস্যায় মারা যায়। এই হার্টের বিভিন্ন সমস্যা দূর করতে শিলাজিৎ খুব উপকারী ভূমিকা পালন করে। শিলাজিৎ এ রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যা আমাদের হার্টের সুস্থতার জন্য গুরুত্বপূর্ণ। শিলাজিৎ আমাদের মনকে শান্ত রাখার মাধ্যমে শরীরের রক্ত চাপকে নিয়ন্ত্রণে রাখে যার ফলে আমাদের হার্ট বিভিন্ন সমস্যা থেকে দূরে থাকে। শিলাজিৎ আমাদের হার্টের পেশিকে শক্তিশালী করে এবং আমাদের রক্তে থাকা ক্ষতিকর কোলেস্টেরল এর মাএাকে কমায়। শরীরে রক্ত জমাট বাঁধার ঝূকি কমায়। এজন্য আমাদের আসল শিলাজিৎ চেনার উপায় সম্পর্কে জেনে নিয়ম মেনে শিলাজিৎ ব্যবহার করলে এ থেকে উপকার পাওয়া সম্ভব।

মহিলাদের জন্য শিলাজিৎ এর উপকারিতা

বর্তমানে অনেক মহিলা বার্ধক্যের সমস্যায় ভুগছেন যেটার সহজ সমাধান হিসেবে শিলাজিৎ ব্যবহার করতে পারেন। শিলাজিৎ বার্ধক্যের প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করতে পারে। আমাদের মানসিক প্রশান্তি আনতে সাহায্য করে। শিলাজিৎ এ রয়েছে প্রচুর পরিমাণে ফুলভিক এ্যসিড ও অ্যান্টিঅক্সিডেন্ট যা আমাদের শরীরের কোষ ধ্বংসের প্রক্রিয়াকে ধিরে করে বার্ধক্যের সমস্যা দূর করে।

নারীদের প্রজনন স্বাস্থ্যর জন্য শিলাজিৎ এর উপকারিতা 

নারীদের বিভিন্ন সমস্যা সমাধানে শিলাজিৎ খুব ভালো কাজ করে। শিলাজিৎ নারীদের অনিয়মিত মাসিক এর সমস্যার সমাধান করে। এটি নারীদের প্রজনন অঙ্গে অক্সিজেন ও রক্ত সঞ্চালন বৃদ্ধির মাধ্যমে প্রজনন স্বাস্থ্যকে উন্নত করে। শিলাজিৎ শরীর থেকে ক্ষতিকর ক্যমিকেল ও টক্সিক পদার্থ বের করে প্রজনন অঙ্গকে পরিষ্কার রাখে। এছাড়াও শিলাজিৎ নারীদের হরমোনের ভারসাম্য বজায় রাখে, গর্ভধারণ ক্ষমতা বৃদ্ধি করে, ডিম্বাণু মান উন্নত করে ও নারীদের প্রজনন ক্ষমতা উন্নতি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

রক্ত স্বল্পতা দূর করতে শিলাজিৎ এর উপকারিতা 

শিলাজিৎ আমাদের রক্ত স্বল্পতা বা অ্যানিমিয়া দূর করতে খুব ভালো কার্যকরী। এটি আমাদের শরীরের হিমোগ্লোবিন এর মাএাকে বৃদ্ধি করে। শিলাজিৎ এ রয়েছে প্রচুর পরিমাণে আয়রন, হিউমিক অ্যাসিড ও অ্যান্টিঅক্সিডেন্ট যা আমাদের শরীরের হিমোগ্লোবিন এর মাএা বৃদ্ধি করে রক্ত স্বল্পতা দূর করে। পরিশেষে বলা যায় শিলাজিৎ আমাদের শরীরের আয়তনের ঘাটতি পূরণের মাধ্যমে রক্ত স্বল্পতা দূর করতে কার্যকরী।

রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে শিলাজিৎ এর উপকারিতা 

শিলাজিৎ আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে চমৎকার কাজ করে। শিলাজিৎ এ রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যা আমাদের শরীর থেকে দূষিত পদার্থ বের করে ও আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করে। অ্যান্টি অক্সিডেন্ট আমাদের শরীরকে ফ্রি রেডিক্যাল থেকে বাধা দিয়ে শরীরের কোষকে ধ্বংসের হাত থেকে রক্ষা করে। শিলাজিৎ আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির মাধ্যমে শরীরকে বিভিন্ন ভাইরাস, ব্যাকটেরিয়ার ও নানান রোগ থেকে রক্ষা করে। শিলাজিৎ থেকে ভালো উপকার পেতে হলে আগে আমাদের আসল শিলাজিৎ এর চেনার উপায় সম্পর্কে জানতে হবে তার পর ভালো মানের শিলাজিৎ খেলে উপকার পাবেন।

আলসারের জন্য শিলাজিৎ এর উপকারিতা 

শিলাজিৎ আমাদের পাকস্থলীর আলসার দূর করতে ভালো কার্যকরী। পাকস্থলীর অস্থিরতার অন্যতম প্রধান কারণ গুলোর একটি হলো গ্যাস্ট্রিক আলসার । সাধারণত অতিরিক্ত মানসিক চাপ ও কিছু ঔষধের পার্শ্বপ্রতিক্রিয়ার জন্য আলসার হয়ে থাকে। বিভিন্ন গবেষণায় দেখা গেছে শিলাজিৎ আমাদের পাকস্থলীর অ্যাসিড ক্ষরণের মাএাকে কমিয়ে পাকস্থলীর দেয়ালের ক্ষয় আটকানোর মাধ্যমে পাকস্থলীর অ্যাসিডের কারণে হওয়া আলসারকে প্রতিরোধ করে।

শিলাজিৎ এর পুষ্টিগুণ

শিলাজিৎ একটি খুবই পুষ্টির সমৃদ্ধ খনিজ পদার্থ। যা আমাদের শরীরে নানা উপকারে কাজে লাগে। শিলাজিৎ এর পুষ্টি উপাদান অনেক । এর পুষ্টি উপাদান গুলোর মধ্যে রয়েছে আইরন, আন্টি অক্সিডেন্ট ম্যাগনানিজ, ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, জিংক, কপার, ফসফরাস,  ফুলভিক অ্যাসিড ও হিউমিক অ্যাসিড ইত্যাদি পুষ্টি উপাদান।

শিলাজিৎ এর পার্শ্বপ্রতিক্রিয়া 

শিলাজিৎ আমাদের শরীরের জন্য অনেক উপকারী একটি খনিজ পদার্থ। যা আমাদের শরীরের বিভিন্ন রোগ নিরাময়ে সাহায্য করে। শিলাজিৎ এর অতিরিক্ত ব্যবহার ও ভুল ব্যবহার এর ফলে আমাদের শরীরে শিলাজিৎ এর পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে।শিলাজিৎ থাকে প্রচুর পরিমাণে আয়রন যা অতিরিক্ত সেবনেআমাদের শরীরে আয়রনের মাত্রা বাড়িয়ে দিতে পারে।শিলাজিৎ আমাদের শরীরে রক্তচাপ রক্তচাপ কমিয়ে কমিয়ে দিতে পারে এছাড়া ডায়াবেটিস রোগীদের বিশেষ করে যারা ইনসুলিন নিচ্ছেন তাদের রক্তের শর্করার মাত্রা কমিয়ে দিতে পারে। এছাড়াও পেট ব্যাথা, বমি বমি ভাব, মাথা ঘোরা, শরীরে হরমোনের মাত্রা অস্বাভাবিক ভাবে বৃদ্ধি পাওয়ার মতন সমস্যা হতে পারে।

শিলাজিৎ খাওয়ার সতর্কতা

  • শিলাজিৎ মূলত একটি খনিজ পদার্থ যা কাঁচা অবস্থায় খাওয়া উচিত নয় বা এটি খাবার অযোগ্য। কাঁচা অবস্থায় শিলাজিৎ কিছু ক্ষতিকর অ্যাসপার গিলাসের মত ছত্রাক বাহন করতে পারে যা আমাদের শরীরের জন্য ক্ষতিকর।
  • এছাড়াও গর্ভবতী মা, যাদের কিডনি অথবা লিভারের সমস্যা আছে, যারা নিয়মিত ডায়াবেটিস এর ঔষধ খাচ্ছেন তাদের শিলাজিৎ সতর্কতার সাথে খাওয়া উচিত। 
  • যাদের উচ্চ ও নিম্ন রক্তচাপ আছে এবং যাদের শরীর হরমোনের প্রতি সংবেদনশীল তাদের শিলাজিৎ খাওয়া থেকে সতর্ক থাকা উচিত। 
  • শিলাজিৎ যেহেতু বিভিন্ন পাহাড়ের ফাটলে পাওয়া যায় তাই এতে বিভিন্ন ক্ষতিকর ধাতু বা ক্যমিকেল মিশে থাকতে পারে। 
  • সবচেয়ে ভালো হয় ডাক্তারের পরামর্শ অনুযায়ী আসল শিলাজিৎ চেনার উপায় সম্পর্কে জেনে খাওয়া উচিত।
    আসল শিলাজিৎ চেনার উপায়-শিলাজিৎ বাংলাদেশে কোথায় পাওয়া যায়

শিলাজিৎ কত প্রকার 

শিলাজিৎ সাধারণত চার প্রকার হয়ে থাকে। শিলাজিৎ হল এক ধরনের খনিজ যা পাহাড়ের ফাটলে পাওয়া যায়। বিভিন্ন উৎস ও মানের ভিত্তিতে শিলাজিৎ কে কিছু ভাগে ভাগ করা হয় যেমন স্বর্ণযুক্ত শিলা, তামাযুক্ত শিলা, লোহাযুক্ত শিলা ও সিলভার যুক্ত ছিল শিলা। উৎস অনুযায়ী এর কিছু প্রকার ভেদ রয়েছে যেমন ভারত নেপাল ও ভুটানের পাওয়া শিলাজিৎ কে বলা হয় হিমালয়ান শিলাজিৎ। 

অকেশ্বাস পর্বতে পাওয়া শিলাজিৎ কে বলা হয় অকেশ্বাস শিলাজিৎ। রাশিয়ায় পর্বতমালায় পাওয়া যায় এমন শিলাজিৎ কে বলা হয় আলতাই শিলাজিৎ। আর তিব্বত পাহাড়ে পাওয়া শিলাজিৎ কে বলা হয় তিব্বতীয় শিলাজিৎ। এ ছাড়াও রঙের ভিত্তিতে শিলাজিৎ কে বিভিন্ন নামে নামকরণ করা হয়েছে।

আপনি কি অশ্বগন্ধার সাথে শিলাজিৎ খেতে পারেন?

আপনি চাইলে অর্শ গন্ধার সাথে শিলাজিৎ খেতে পারবেন। অর্শ গন্ধ ও শিলাজিৎ আমাদের শরীরের জন্য খুবই উপকারী পুষ্টি গুণ সম্পূর্ণ ভেষজ। যা একসাথে খেলে আমাদের শরীরের নানান রোগ নিরাময়ে সাহায্য করে। এটি আমাদের শরীরের হরমোনের মাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করে। শরীরের পেশি গঠন ও মেরামতের মধ্যমে শরীরকে কর্মক্ষম ও শক্তিশালী করে। এছাড়াও অর্শ গন্ধ ও শিলাজিৎ একসাথে খাওয়ার উপকারিতা অনেক।

শিলাজিৎ কিভাবে ব্যবহার করবেন?

  • শিলাজিৎ সাধারণত দুই ভাবে গ্রহন করা যায়। আপনি বাজারে দুই ভাবে শিলাজিৎ পেয়ে থাকবেন যেমন,১: পাউডার হিসেবে ২: ক্যাপসুল হিসেবে। 
  • শিলাজিৎ পাউডার খাওয়ার নিয়ম আপনি চাইলে দুধের সাথে শিলাজিৎ পাউডার খেতে পারেন এক গ্লাস দুধের সাথে নির্দিষ্ট পরিমাণ শিলাজিৎ পাউডার মিশিয়ে রাতে ঘুমানোর আগে খেতে পারেন। এই ভাবে নিয়মিত কিছু দিন খেলে উপকার লক্ষ্য করবেন। 
  • বাজারে শিলাজিৎ এর ক্যাপসুল পাওয়া যায়। ডাক্তারের পরামর্শ অনুযায়ী প্রতিদিন একটি অথবা দুইটি শিলাজিৎ ক্যাপসুল সাধারণ পানি দিয়ে খেতে পারবেন। 
  • তবে আপনি যেই ভাবে শিলাজিৎ খান না কেন আপনাকে অবশ্যই আসল শিলাজিৎ চেনার উপায় সম্পর্কে জেনে বাজার থেকে ভালো মানের শিলাজিৎ কিনে খেতে হবে। তাহলে উপকার পাবেন।

শিলাজিৎ কতদিন খেতে হয়?

শিলা জিৎ কত দিন খেতে হবে সেটা নির্ভর করে আপনি কোন রোগের জন্য শিলাজিৎ খাচ্ছেন সেটার উপর। শিলাজিৎ খাওয়ার পর যদি দেখেন রোগ ভালো হয়ে গেছে তাহলে খাওয়া ছেড়ে দিন আর যদি রোগ ভালো না হয় তাহলে খাওয়া চলিয়ে যান। তবে অবশ্যই খেয়াল রাখবেন খাওয়ার পরে শরীরের কোন উন্নতি লক্ষ্য করছেন কি না। উন্নতি হলে চলিয়ে যান আর না হলে খাওয়া ছেড়ে দিন। ২ থেকে ৩ মাসের বেশি সময় ধরে খাওয়া উচিত নয়। এছাড়াও আপনি বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খেতে পারেন।

শিলাজিৎ কখন খেতে হয়?

  • শিলাজিৎ খাওয়ার কোন নির্দিষ্ট সময় নাই এটা নির্ভর করে আপনি কিসের জন্য শিলাজিৎ খাচ্ছেন সেটার উপর। 
  • সাধারণত অনেকেই পরামর্শ দিয়ে থাকে সকালে খালি পেটে খাওয়ার জন্য আপনি চাইলে সকালে খালি পেটে গরম দুধ অথবা পানির সাথে মিশিয়ে খেতে পারেন। 
  • আপনি যদি জিম করে থাকেন তাহলে জিম করার ৩০ থেকে ১ ঘন্টা আগে খেতে পারেন। 
  • এছাড়াও রাতে ঘুমানোর আগে এক গ্লাস দুধের সাথে শিলাজিৎ এর পাউডার ভালো করে মিশিয়ে খেতে পারেন খেতে ভালো উপকার পাবেন।

শিলাজিৎ ক্যাপসুল খাওয়ার নিয়ম? 

শিলাজিৎ এর ক্যাপসুল বিভিন্ন ডোজে পাওয়া যেয়ে থাকে যেমন ৫০০ মিলি গ্রাম ২৫০ মিলি গ্রাম ১০০০ মিলি গ্রাম ইত্যাদি। রোগের ধরন বা কিসের জন্য খাচ্ছেন সেটার উপর নির্ভর করে শিলাজিৎ এর ক্যাপসুল খাওয়া হয়। সাধারণত প্রথম অবস্থায় ২৫০ মিলি গ্রাম ক্যাপসুল দিনে ১ থেকে ২ বার খাওয়া যেতে পারে। পরবর্তীতে এর ডোজ বাড়ানো যেতে পারে। তবে খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে।

শিলাজিৎ এর দাম বাংলাদেশ?

আপনি বাজারে বিভিন্ন দামে শিলাজিৎ পেয়ে যাবেন। তবে নির্দিষ্ট ভাবে শিলাজিৎ এর দাম সম্পর্কে কিছু বলা যায় না। বিভিন্ন ব্র্যান্ডের ক্যাপসুলের বা পাউডার এর দাম বিভিন্ন হয়ে থাকে। আপনি চাইলে আপনার পার্শবর্তী কোন শপে খোজ নিয়ে দেখতে পারেন। এছাড়াও অনলাইনের বিভিন্ন সাইট শিলাজিৎ বিক্রি করে থাকে। সেখানে খোঁজ নিয়ে দাম জেনে নিতে পারেন।

শিলাজিৎ কাদের খাওয়া উচিত নয়?

  • কিছু কিছু মানুষ আছে যাদের শিলাজিৎ খাওয়া উচিত নয়। থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের শিলাজিৎ খাওয়া এতে এড়িয়ে চলা উচিত। 
  • যারা দীর্ঘদিন ধরে বাত ব্যথায় সমস্যায় ভুগছেন তাদেরশিলাজিৎ খাওয়ার উচিত নয়। কেননা শিলাজিৎ খেলে আমাদের শরীরে ইউরিক এসিড এর মাত্রা বেড়ে যায়। 
  • এছাড়া গর্ভবতী মায়েদের সতর্কতার সাথে শিলাজিৎ সেবন করা উচিত। কেননা গর্ভাবস্থায় শিলাজিৎ খাওয়া কতটা নিরাপদ তা এখনো জানা যায়নি সবচেয়ে ভালো হয় যদি শিলাজিৎ খাওয়ার আগে কোন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাওয়া হয় ।
  • শিলাজিৎ বাচ্চাদের ও দুর্বল বয়স্কদের খাওয়ানো উচিত নয়। 

কোন শিলাজিৎ সবচেয়ে ভালো?

বর্তমান বাজারে অনেক ভালো মানের ও ব্র্যান্ডের শিলাজিৎ পেয়ে যাবেন যেমন upakarma , kapiva, dabur ইত্যাদি নামে সেখান থেকে নিতে পারেন। তবে অবশ্যই আসল শিলাজিৎ চেনার উপায় সম্পর্কে জেনে ভালো মানের শিলাজিৎ ক্রয় করবেন তাহলে এ থেকে অনেক উপকার পাবেন।

শিলাজিৎ খেলে কি টেস্টস্টোরন বাড়ে?

হ্যাঁ নিয়মিত শিলাজিৎ খেলে পুরুষদের শরীরে টেস্টোস্টেরন এর মাএা বৃদ্ধি করে। আমাদের মানসিক চাপ ও বিষণ্নতা কমিয়ে শরীরের কর্টিসল হরমোনের মাত্রা কমায় এবং টেস্টোস্টেরন হরমোনের মাত্রাকে বৃদ্ধি করে। এছাড়াও শিলাজিৎ পুরুষদের হরমোন বৃদ্ধির মাধ্যমে প্রজনন ক্ষমতাকে উন্নত করে।

শিলাজিৎ খেলে কি ওজন কমে?

হ্যাঁ শিলাজিৎ আমাদের শরীরের ওজন কমাতে সাহায্য করে। শিলাজিৎ আমাদের শরীরের চর্বির মাত্রা কমায় এবং শরীরের নতুন পেশি গঠন ও মেরামতে সহায়তা করে। যার ফলে আমাদের শরীরে ক্ষতিকর চর্বির পরিমান কমে শরীরকে সুস্থ সবল ও শক্তিশালী করে।

শেষ কথা: আসল শিলাজিৎ চেনার উপায়-শিলাজিৎ বাংলাদেশে কোথায় পাওয়া যায়

উপরে আমরা আসল শিলাজিৎ চেনার উপায়  শিলাজিৎ বাংলাদেশে কোথায় পাওয়া যায় শিলাজিৎ এর উপকারিতা ও অপকারিতা শিলাজিৎ খাওয়ার নিয়ম সম্পর্কে জানলাম। যা থেকে আমরা বুঝতে পারি শিলাজিৎ এর অনেক স্বাস্থ্য উপকারিতা রয়েছে। এবং এর অতিরিক্ত ব্যবহার ও ভুল ব্যবহারে আমাদের শরীরে অনেক অপকারিতা হতে পারে। এছাড়াও শিলাজিৎ সম্পর্কে আমরা অনেক তথ্য জানলাম যা হয়তো আমাদের কাজে লাগতে পারে। তবে পরিশেষে বলতে হয় শিলাজিৎ খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ দিবেন এবং আসল শিলাজিৎ এর চেনার উপায় সম্পর্কে জানবেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url