মোনাস ১০ এর কাজ কি? কোন রোগের জন্য কার্যকরী, পার্শ্ব প্রতিক্রিয়া ও খাওয়ার নিয়ম

মোনাস ১০ এর কাজ কি? কোন রোগের জন্য কার্যকরী, কিসের ওষুধ, মোনাস ১০ ওষুধের দাম, খাওয়ার নিয়ম , মোনাস ১০ এর পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড ইফেক্ট, এই ওষুধ কি গর্ভাবস্থায় খাওয়া যায় ইত্যাদি আরো অনেক বিষয় সম্পর্কে সম্পর্কে আমরা এই পোষ্টের মাধ্যমে আলোচনা করতে চলেছি।
মোনাস ১০ এর কাজ কি? কোন রোগের জন্য কার্যকরী, পার্শ্ব প্রতিক্রিয়া ও খাওয়ার নিয়ম

মোনাস ১০ ঔষধ বাংলাদেশের বাজারে পাওয়া যাওয়া খুবই কার্যকরী , জনপ্রিয় ও নিরাপদ এলার্জি ও শ্বাসকষ্ট বা এজমার ওষুধ। চলুন তাহলে এই পোষ্টের মাধ্যমে মোনাস 10 এর কাজ কি এই সম্পর্কে বিস্তারিত জেনে আসা যাক।

পেজ সুচিঃ উপসংহারঃ মোনাস ১০ এর কাজ কি? কোন রোগের জন্য কার্যকরী, পার্শ্ব প্রতিক্রিয়া ও খাওয়ার নিয়ম।

মোনাস ১০ এর কাজ কি বা মোনাস ১০ কোন রোগে কাজ করে

মেনাস 10 সাধারণত একটি হাঁপানি বা অ্যাজমা রোগের জন্য ব্যবহার করা হয়। এই ওষুধ শিশুদের থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক করা সবাই শ্বাসকষ্ট বা হাঁপানি রোগে ব্যবহার করতে পারে। এছাড়াও যাদের কাশি, হাচি, নাক বন্ধ হয়ে যাওয়া, নাক দিয়ে পানি পড়া, চুলকানি, গলায় জমে থাকা কফ বা ঠান্ডার সমস্যা আছে তাদের ক্ষেত্রে এই ওষুধটি দ্বারা উপকৃত হতে পারে। চলুন তাহলে এই ওষুধের কিছু উপকারিতা সম্পর্কে ধারনা দেয়া যাকঃ
  • মোনাস ১০ অ্যাজমা রোগীদের জন্য উপকারী।
  • এলার্জিক রাইনাইটিস রোগ নিরাময়ে সাহায্য করে।
  • ক্রনিক অ্যাজমার চিকিৎসায় ব্যবহার করা হয়।
  • নাক দিয়ে পানি পড়া বা নাক বন্ধ হয়ে আসা রোগ কমাতে সাহায্য করে।
  • যেকোনো ধরনের শ্বাসকষ্টের জন্য ব্যবহৃত হয়।
  • ব্যায়ামের কারণে হওয়া শ্বাসকষ্ট প্রতিরোধে সাহায্য করে।
  • সিজোনাল এলার্জিক রাইনাইটিস রোগের জন্য ভালো কাজ করে।
  • যাদের শ্বাসকষ্ট বা হাঁপানির সমস্যায় রয়েছে তাদের জন্য উপকারী।
  • এছাড়াও পেরিনিয়াল এলার্জিক রাইনাইটিস রোগের ব্যবহার হয়ে থাকে।

মোনাস ১০ ঔষধ পরিচিতি

মোনাস ১০ হলো এক ধরনের অ্যান্টি এনার্জির ঔষধ। এটি বাংলাদেশের বাজারে পাওয়া যাওয়া একটি এলার্জি ও অ্যাজমা নিয়ন্ত্রণের ভালো ওষুধ। এটি সাধারণত ট্যাবলেট আকারে পাওয়া যায়। মোনাস ১০ মিলিগ্রাম ট্যাবলেট এর জেনেরিক নাম মন্টিলুকাস্ট সোডিয়াম । monas 10 একটি লিউকোট্রাইন রিসেপ্টর এ্যন্টাগোনিস্ট গ্রুপ এর ঔষধ।
আরো পড়ুন: মায়োলাক্স ৫০ মি.গ্রা. ট্যাবলেট এর কাজ কি, পার্শ্ব প্রতিক্রিয়া, দাম ও খাওয়ার নিয়ম
মোনাস ১০ মিলিগ্রামে থাকা মন্টেলুকাস্ট উপাদান লিউকোট্রিন নামক রাসায়নিক পদার্থের কার্যকরীতাকে বন্ধ করতে সাহায্য করে যার ফলে আমাদের অ্যাজমা, এলার্জি বা শ্বাসকষ্ট সমস্যা কমে যায়। মোনাস ১০ বাজারে বিভিন্ন ডোজ বা ফর্মে পাওয়া যায় যেমনঃ
  • মোনাস ৪ মি.গ্রা ট্যাবলেট।
  • চুষে খাওয়ার জন্য মোনাস ৪ মি.গ্রা ওফটি ট্যাবলেট।
  • মোনাস ৫ মি.গ্রা ট্যাবলেট।
  • চুষে খাওয়ার জন্য মোনাস ৫ মি.গ্রা OFT ট্যাবলেট ।
  • মোনাস ১০ মি.গ্রা. ট্যাবলেট।

মোনাস ১০ খাওয়ার নিয়ম বা সেবনমাত্রা ও সেবনবিধি

( প্রাপ্ত বয়স্ক ) ১৫ বছরের বেশি বয়সীদের জন্যঃ

এ্যালার্জিক রাইনাইটিস্ ও এ্যাজমা রোগের ক্ষেত্রে মোনাস ১০ দিনে ১ বার খেতে হবে।
ব্যায়ামের কারণে হওয়া শ্বাসনালীর সংকোচন জন্য হওয়া মোনাস ১০ দিনে ১ বার খেতে হবে।

৬ থেকে ১৪ বছরের শিশুদের ক্ষেত্রেঃ

এ্যাজমা ও এ্যালার্জিক রাইনাইটিস্ রোগের জন্য দিনে ১ বার মোনাস ৫ মি.গ্রা. ট্যাবলেট খেতে হবে।
ব্যায়াম এর কারণে হওয়া শ্বাসনালীর সংকোচনের সমস্যার জন্য দিনে ১ বার মোনাস ৫ ট্যাবলেট খেতে হবে।

৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের ক্ষেত্রেঃ

  • অ্যাজমা ও এ্যালার্জিক রাইনাইটিস্ সমস্যার ক্ষেত্রে দিনে ১ বার মোনাস ৪ মিলিগ্রাম ট্যাবলেট খেতে হবে।
  • ব্যায়ামের কারণে হওয়া শ্বাসনালীর সংকোচনের সমস্যার জন্য মোনাস ৪ মিগ্রা ট্যাবলেট দিনে ১ বার খেতে হবে।যাদের এজমা ও এ্যালার্জিক রাইনাইটিস্ সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে প্রতিদিন রাতে ১ টি করে ট্যাবলেট ও যাদের ব্যায়ামের জন্য হওয়া শ্বাসনালীর সংকোচন সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে ১ টি করে ট্যাবলেট ব্যায়াম করার কমপক্ষে ২ ঘন্টা আগে খাওয়া উচিত।
  • মোনাস ১০ ট্যাবলেট একটি মুখে খাওয়ার ঔষধ। আপনি চাইলে এই ওষুধটি খাবার আগে অথবা পরে যে কোন সময় খেতে পারেন। তবে সবচেয়ে ভালো হয় এই ধরনের ওষুধ গুলো কোন একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাওয়া। কেননা আপনার রোগের ধরন অনুযায়ী ডাক্তার আপনাকে খাওয়ার সঠিক নিয়ম বলে দেবে এতে ভালো উপকার পাবেন।
বিঃদ্রঃ যেকোনো ধরনের ঔষধ খাওয়ার আগে অবশ্যই একজন বিশেষজ্ঞ তাদের পরামর্শ অনুযায়ী খাওয়া উচিত।

মোনাস ১০ এর পার্শ্বপ্রতিক্রিয়া

যেকোনো ধরনের ওষুধ ভুল নিয়ম ও অতিরিক্ত মাথায় খেলে পার্শ্ব প্রতিক্রিয়া দেখাইতে পারে। মোনাস ১০ ঔষধ এর ব্যতিক্রম নয়। মোনাস ১০ ট্যাবলেট খেলে আমাদের শরীরে অনেক সময় পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে। মোনাস ১০ ট্যাবলেট খেলে কি কি পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয় তা নিচে বিস্তারিত দেয়া হলোঃ
আরো পড়ুন:
  • জ্বর জ্বর ভাব বা জ্বর হতে পারে।
  • ডায়রিয়ার মত সমস্যা দেখা দেয়
  • ড্রাউজিনেস হতে পারে
  • দুশ্চিন্তা, বিষন্নতা ও হতাশার মতো সমস্যা হতে পারে
  • শরীর দুর্বল হয়ে যেতে পারে।
  • রক্তক্ষরণ হতে পারে ।
  • শরীরের মাংসপেশিতে ব্যথা হতে পারে।
  • খিচুনি দেখা দিতে পারে
  • মাথা ঘোরার সমস্যা হতে পারে
  • বমি বমি ভাব ও বমি হতে পারে।
  • মাথা ব্যথার মত সমস্যা হতে পারে
  • এ্যাবডমিনাল এর ভারসাম্য নষ্ট হতে পারে
  • মুখ শুকিয়ে যেতে পারে ।
  • ঘুমের সমস্যা বা অনিদ্রার সমস্যা হতে পারে
  • বুক ধড়ফড় করতে পারে
  • সুইসাইড করার মানসিকতা সৃষ্টি হতে পারে।
  • অমনোযোগী বা মনোযোগ ধরে রাখতে না পারার মতন সমস্যা হতে পারে
  • শরীর ফ্যাকাশে হতে পারে
  • স্মৃতিশক্তি কমে যাওয়ার মতন সমস্যা হতে পারে।
মোনাস ১০ ঔষধ খাওয়ার পর যদি উপরের লক্ষণগুলো দেখতে পান তাহলে সময় নষ্ট না করে দ্রুত ডাক্তারের শরণাপন্ন হন।

মোনাস ১০ গর্ভাবস্থায় ও স্তনদানকারী মায়েদের জন্য কি নিরাপদ ?

অনেক গর্ভবতী ও স্তন্যদানকারী মায়েদের শরীরে বিভিন্ন এলার্জির সমস্যা দেখা দিতে পারে। সে ক্ষেত্রে অনেকেই মোনাস ১০ ট্যাবলেট খাওয়ার চিন্তা করতে পারেন। তবে আমাদের সবার আগে গর্ভাবস্থায় বা স্তন্যদানকারী মেয়েদের এই ওষুধটি খাওয়া যায় কিনা এই সম্পর্কে জানা উচিত। এই ওষুধটি গর্ভাবস্থায় ও স্তনদানকারী মায়েদের খাওয়া নিরাপদ কিনা এই সম্পর্কে তেমন কোন গবেষণা নেই।
আরো পড়ুনঃ সাফি সিরাপ এর উপকারিতা? সাফি সিরাপ খেলে কি ওজন কমে
তবে এই অবস্থায় যদি আপনার এই ওষুধটি খাওয়ার প্রয়োজন অনুভূতি হয় তাহলে একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী খেতে পারেন। তিনি আপনার শরীরের অবস্থা অনুযায়ী ওষুধ টি খাওয়া যাবে কিনা সেই সম্পর্কে বলে দেবে। ডাক্তারের পরামর্শ ছাড়া এই ওষুধগুলো খাওয়া ঠিক নয়।

মোনাস ১০ এর ডোজ মিস হলে করণীয় কি

উপরে আমরা মোনাস 10 এর কাজ কি এই সম্পর্কে জানলাম। চলুন এবার মোনাস ১০ ঔষধের ডোজ নিতে ভুলে গেলে কি করনীয় এই সম্পর্কে জেনে আসা যাক। আমরা অনেক সময় সঠিক সময়ে ঔষধ খাওয়ার ব্যাপার ভুলে যায়। নির্দিষ্ট সময়ে ঔষধ না খেলে আমাদের শরীরে ঔষধের কার্যকারিতা অনেকটা কমে যেতে পারে।
আরো পড়ুনঃ আসল তালমিছরি চেনার উপায়-তালমিছরি খাওয়ার অপকারিতা ও উপকারিতা
এজন্য কেউ যদি নির্দিষ্ট সময়ে ওষুধ খেতে ভুলে যান তাহলে ওষুধ খাওয়ার কথা মনে পড়ার সাথে সাথে যত দ্রুত সম্ভব খেয়ে ফেলতে হবে। আর যদি পরবর্তী ডোজের সময়এর কাছাকাছি মনে পড়ে সেক্ষেত্রে পরের ডোজের সময় খাওয়া উত্তম। সে ক্ষেত্রে দুইটি ডোজের ওষুধ আলাদাভাবে খাওয়ার প্রয়োজন নেই।

মোনাস ১০ খাওয়ার সতর্কতা

মোনাস ১০ খাওয়ার আগে আমাদের কিছু সতর্কতা অবলম্বন করা জরুরী। শুধু মোনাস ১০ ট্যাবলেট নয় বরং সব ধরনের ওষুধের ক্ষেত্রে সর্তকতা অবলম্বন করা উচিত। চলুন তাহলে মোনাস ১০ ট্যাবলেট খাওয়ার সতর্কতা সমূহ গুলো নিম্নে আলোচনা করা যাক।
  • গর্ভাবস্থায় বা স্তন্যদানকালিন সময়ে ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাওয়া উচিত অথবা না খাওয়াই ভালো।
  • যেসব রোগীদের ক্ষেত্রে মোনাস ১০ ট্যাবলেটের উপাদানের ( মন্টিলুকাস্ট ) প্রতি অতিসংবেদননশীল রয়েছে তাদের এই ট্যাবলেট সাবধানতার সাথে খাওয়া উচিত।
  • যাদের কিডনি ও লিভারের সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে এই ওষুধ ব্যবহারের আগে সতর্কতা অবলম্বন করতে হবে।
  • যেসব রোগীদের আগে থেকেই টিমোর বা কাঁপুনি রোগ রয়েছে তাদের ক্ষেত্রে মোনাস ১০ ঔষধ ব্যবহারের আগে সাবধানতা অবলম্বন করা উচিত।
  • যাদের আগে খিচুনি রোগের ইতিহাস রয়েছে তাদের ক্ষেত্রে মোনাস ১০ খাওয়ার সময় সতর্কতা অবলম্বন করা উচিত।
  • যাদের তীব্র অ্যাজমা সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে মন্টিলুকাস্ট মনোথেরাপি দেওয়ার প্রয়োজন নেই।তবে অন্যান্য চিকিৎসার ক্ষেত্রে মোনাস ১০ ঔষধ ব্যবহার সাবধানতার অবলম্বন করা উচিত।
  • মায়ের দুধের সাথে এই ঔষধের কিছু অংশ প্রবাহিত হতে পারে। এজন্য স্তন্যদান কালীন সময়ে এই ওষুধ খাওয়া থেকে সতর্কতা অবলম্বন করা উচিত।

মোনাস ১০ কত দিন খাওয়া নিরাপদ ও অতিরিক্ত খেলে কি হয়?

আমাদের ভেতরে অনেকে জানতে চাই মোনাস ১০ ট্যাবলেট কতদিন খাওয়া নিরাপদ। কেননা কোন ওষুধ খাওয়ার আগে সেটা কি নিরাপদ অথবা কতদিন খাওয়া নিরাপদ সেই সম্পর্কে আমাদের ধারণা রাখা উচিত। এই ওষুধটি সাধারণত আমাদের শরীরের জন্য খুবই নিরাপদ। মোনাস ১০ ট্যাবলেট এর উপরে করা বিভিন্ন গবেষণা দেখা গেছে কোন প্রাপ্তবয়স্ক অ্যাজমা রোগী যদি মন্টিলুকাস্ট ২০০ মি.গ্রা.
আরো পড়ুন: জোভিয়া গোল্ড সিরাপ খেলে কি মোটা হয়
৫ থেকে ৬ মাস অর্থাৎ ১৫৪ দিন বা ২২ সপ্তাহ সেবন করে ও মোনাস ৯০০ মি.গ্রা. ৭দিন পর্যন্ত সেবন করে সেক্ষেত্রেও এর কোন ক্ষতিকর প্রভাব দেখা যায়নি। সেখান থেকেই বোঝা যায় এই ওষুধটি কোন রোগের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে ব্যবহার করা নিরাপদ। তবে এই ধরনের ওষুধ খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ নেয়া উচিত।

মোনাস ১০ এর দাম কত ?

মোনাস ১০ এর কাজ কি , খাওয়ার নিয়ম ও উপকারিতা সম্পর্কে জানার পরে অনেকেই ট্যাবলেট খাওয়ার ইচ্ছা পোষণ করেন। এজন্য অবশ্যই আমাদের মোনাস ১০ এর দাম সম্পর্কে ধারণা থাকা উচিত। মোনাস ১০ এর প্রতিটি ট্যাবলেটের মূল্য মাত্র ১৭ .৫০ টাকা
আরো পড়ুনঃ কবুতরের নাম দাম ও ছবি 
যার প্রতিটি ট্যাবলেট থাকে ১০ মিলিগ্রাম মন্টিলুকাস্ট সোডিয়াম উপাদান। প্রতিটি পাতায় সাধারণত ১৫টি করে ট্যাবলেট থাকে যার মোট মূল্য বা দাম ২৬২.৫০ টাকা। মোনাস ওষুধের একটি বাক্সে ৩০টি করে strip থাকে যার সর্বোচ্চ যার সর্বোচ্চ খুচরা মূল্য ৫২৫ টাকা।

মোনাস ১০ এর বিকল্প ব্র্যান্ড

মোনাস ১০ ওষুধের বিকল্প অনেক ওষুধ বাংলাদেশের বাজারে পাওয়া যায়। সাধারণত এই ওষুধগুলোর কাজ একই তবে ব্র্যান্ডের নামের ভিন্নতা রয়েছে । এক এক ব্র্যান্ডের কোম্পানি এক এক নামে এই ওষুধটি বাজারজাত করে থাকে । 

মোনাস ১০ একটি দি একমি ল্যাবরেটরিজ লিমিটেড ব্র্যান্ডের ওষুধ যার মূল উপাদান হলো মন্টিলুকাস্ট সোডিয়াম ১০ মি.গ্রা.। বাংলাদেশের বাজারে মোনাস ১০ এর বিকল্প অনেক ব্র্যান্ডের ঔষধ পাওয়া থাকে। চলুন তাহলে এর বিকল্প ব্র্যান্ডের নাম ও কোম্পানির নাম জেনে আসা যাক।
  • মনটেলা ( Montela ) ডেল্টা ফার্মাসিটিক্যাল ( Delta pharmaceuticals )
  • এম কাস্ট ( M-kast ) ড্রাগ ইন্টারন্যাশনাল ( Drug internationals )
  • মনটেয়ার ( Montair ) ইনসেপ্ট ফার্মাসিটিক্যাল ( Incept pharmaceuticals )
  • মন্টিল্যাব ( Montilab ) ল্যাব আইডি ফার্মা ( Labaid pharma )
  • মনোকাস্ট ( Monocast ) ফার্মাসিটিক্যালস ( pharmaceuticals )
  • এম লুকাস ( M-lucas ) পপুলার ফার্মাসিটিক্যালস ( Popular pharmaceuticals )
  • ট্রাইলক ( Trilock ) অপসোনিন ফার্মাসিটিক্যালস ( Opsonin Pharmaceuticles )
  • টেলুকাস্ট ( Telukast ) জেনারেল ফার্মাসিটিক্যালস ( General pharmaceuticals )
  • রিভার্সএয়ার ( Reversair ) এসিআই ফার্মাসিটিক্যালস ( ACI pharmaceuticals )
  • ওডমন ( Odmon ) রেনাটা ফার্মাসিটিক্যালস ( Renata pharmaceuticals )
  • রিভার্সএয়ার সিটি ( Reversair CT ) এ সি আই ফার্মা ( ACI pharma )
  • জাইফ্লু ( Xyflo ) রেডিয়েন্ট ফার্মাসিটিক্যালস ( Radiant pharmaceuticals )
  • এয়ারআপ ( Airup ) ফার্মেসিয়া ফার্মাসিটিক্যালস ( Pharmacia pharmaceuticals )
  • এয়ারওয়ে ( Airway ) ওয়ান ফার্মা ( One pharma )
  • মনটিন ( Montene ) স্কয়ার ফার্মাসিটিক্যালস ( Square pharmaceutical )
  • মনটেক্স ( Montex ) ইবনে সিনা ফার্মাসিটিক্যালস ( IBN SINA pharmaceuticals )
  • প্রেভেয়ার ( Provair ) ইউনিমেড ইউনি হেলথ ( Unimed Unihealth )
  • মন্টিলন ( Montilon ) এপেক্স ফার্মাসিটিক্যালস ( Apex Pharmaceuticles )
  • লুমনা ( Lumana ) এসকেএফ ফার্মাসিটিক্যালস ( SK+F pharmaceuticals )
  • এ্যারন ( Areon ) হেলথ কেয়ার ফার্মাসিটিক্যালস ( Health Care Pharmaceuticles )
  • মন্ট্রিল ( Montril ) এরিস্ট্রো ফার্মা লিমিটেড ( Aristo pharma limited )
  • সিনলেয়ার ( Sinclair ) এভারেস্ট ফার্মাসিটিক্যালস ( Everest pharmaceuticals )
  • মনটিলুক ( Montiluk ) অ্যাস্ট্রা ফার্মাসিটিক্যালস ( Astra pharmaceuticals 

মোনাস ১০ এর সাধারণ নির্দেশাবলি সমূহঃ

  • মোনাস ১০ মি.গ্রা. ট্যাবলেট ডাক্তারের পরামর্শ ছাড়া সেবন করা থেকে বিরত থাকুন।
  • এমন কিছু করবেন না যেটার কারণে আপনার হাঁপানি রোগ শুরু হতে পারে বা বেড়ে যেতে পারে।
  • এই ওষুধটি সাধারণত দ্রুত হাঁপানি রোগ নিরাময়ে সক্ষম নয় এজন্য আপনার যদি হাঁপানি রোগের মাত্রা বেশি হয়ে থাকে তাহলে এই ওষুধ ব্যবহারের আগে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।
  • ডাক্তারের পরামর্শ ছাড়া হাঁপানি রোগের ওষুধের ডোজ পরিবর্তন করবেন না বা ঔষধ খাওয়া বন্ধ করবেন না।
  • গর্ভবতী ও স্তন্যপান করানো মায়েদের ক্ষেত্রে মোনাস ১০ মি.গ্রা. ট্যাবলেট খাওয়ার আগে আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন। এই ওষুধটি আপনার শরীরের জন্য কতটুকু নিরাপদ তার নির্ধারণ করতে সাহায্য করবে একজন বিশেষজ্ঞ ডাক্তার।

কিছু সাধারন প্রশ্ন সমূহ ( FAQ ) ঃ

মোনাস ১০ কি এন্টিবায়োটিক ?

না, মোনাস ১০ ট্যাবলেট কোন অ্যান্টিবায়োটিক ঔষধ নাই। এটি সাধারণত আমাদের শরীরের হাঁপানি বা এজমা , এলার্জিক রাইনাটিস, রোগের চিকিৎসায় ব্যবহার হয়ে থাকে।

মোনাস ১০ মি.গ্রা. ট্যাবলেট কী?

মোনাস ১০ মি.গ্রা. ট্যাবলেট সাধারণত এলার্জিক রাইনাইটিস ও হাঁপানের চিকিৎসায় ব্যবহার করা হয়। এটি আমাদের শরীরের লিউকোট্রিন নামক পদার্থের কার্যকারিতা কে বাধাগ্রস্ত করার মাধ্যমে আমাদের শ্বাস নিতে সাহায্য করে ও শ্বাস-প্রশ্বাস চলাচলকে স্বাভাবিক করে।

মোনাস ১০ মি.গ্রা. ট্যাবলেট এর সাধারণ ব্যবহারগুলি কি কি?

মোনাস ১০ মি.গ্রা. ট্যাবলেট হাঁপানি, এলার্জি ও ব্যায়ামের কারণে হওয়া শ্বাসকষ্টের সমস্যার জন্য বিশেষভাবে কার্যকরী।

কিডনি রোগীর জন্য Monas 10 নিরাপদ? 

হ্যাঁ, মোনাস 10 ট্যাবলেট এর সঠিক ব্যবহার সাধারণত কিডনির রোগীদের জন্য নিরাপদ।

মোনাস ১০ মি.গ্রা. ট্যাবলেট এর কার্যকারিতা কত তাড়াতাড়ি অনুভূত হয়?

ওষুধটি খাওয়ার পর ১ থেকে ৩ ঘণ্টার মধ্যে এর কার্যকারিতা পরিলক্ষিত হয়।

মোনাস কি স্টেরয়েড?

না, মোনাস 10 কোন স্টেরয়েড নয়।

মোনাস ১০ মি.গ্রা. ট্যাবলেট এর কার্যকারিতা কতক্ষণ স্থায়ী হয়?

এই ঔষধের কার্যকারিতা সাধারণত ২৪ ঘণ্টা পর্যন্ত স্থায়ী থাকে।

মোনাস ১০ এর ক্ষতিকর প্রভাব কী কী?

মোনাস ১০ ওষুধের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া বা ক্ষতিকর প্রভাব রয়েছে যেমনঃ বমি বমি ভাব বা বমি হওয়া, মাথা ঘোরা, মুখ শুকিয়ে আসা, পেটব্যথা বা বদহজম, ঘুমের সমস্যা, দূর্বলতা, বিষন্নতা, উদ্বেগ, মেজাজ খিটখিটে হাওয়া ইত্যাদি প্রভাব সৃষ্টি হতে পারে।

মোনাস ১০ মি.গ্রা. ট্যাবলেট কি খালি পেটে সেবন করা যাবে?

ডাক্তারের পরামর্শ নিয়ে আপনি এই ওষুধটি খাবার আগে অথবা পরে যে কোন সময় খেতে পারেন।

মন্টিলুকাস্ট ১০ এর কাজ কী?

মন্টিলুকাস্ট ১০ সাধারণত একটি এলার্জি ও হাঁপানি রোগের ঔষধ।

গর্ভবতী অবস্থায় মোনাস ১০ মি.গ্রা. ট্যাবলেট সেবনের সতর্কতা কি?

হ্যাঁ, গর্ভাবস্থায় যে কোন ওষুধ এড়িয়ে চলা অথবা অতি প্রয়োজনে ডাক্তারের পরামর্শ ছাড়া না খাওয়াই ভালো।

মোনাস ১০ কোথায় পাওয়া যায়?

মোনাস ১০ কোথায় পাওয়া যায় এ সম্পর্কে অনেকে জানতে চাই। মোনাস ১০ ট্যাবলেট সাধারণত বাংলাদেশের যেকোনো ভালো ফার্মেসিতে পেয়ে যাবেন।

উপসংহারঃ মোনাস ১০ এর কাজ কি? কোন রোগের জন্য কার্যকরী, পার্শ্ব প্রতিক্রিয়া ও খাওয়ার নিয়ম।

উপরে আমরা মোনাস ১০ এর কাজ কি? কোন রোগের জন্য কার্যকরী, কিসের ওষুধ, ওষুধের দাম, খাওয়ার নিয়ম , মোনাস ১০ এর পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড ইফেক্ট, এই ওষুধ কি গর্ভাবস্থায় খাওয়া যায় ইত্যাদি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। যার মাধ্যমে আমরা বুঝতে পারি এই ওষুধটি একটি অ্যাজমা বা শ্বাসকষ্ট ও এলার্জির ওষুধ।

যেকোনো বয়সী রোগীদের জন্য মোনাস ১০ ওষুধটি খুবই কাছকরী বা নিরাপদ। আপনারা আপনাদের সুস্থতার জন্য এই ওষুধটি ব্যবহার করতে পারেন। আশা করি আপনারা এই পোষ্টের মাধ্যমে উপকৃত হয়েছেন। এবং আমরা আশা করি এই ওয়েবসাইটটি থেকে আরো আপডেটেড উপকারী তথ্য পেতে সাবস্ক্রাইব করে রাখতে পারেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url