দিনে ৫০০ টাকা ইনকাম app ২০২৫
আপনি যদি দিনে ৫০০ টাকা ইনকাম app সম্পর্কে জানতে চাচ্ছেন তাহলে এই পোস্টটি মনোযোগ দিয়ে পড়ুন।অনলাইন থেকে আয়ের সেরা কিছু app আছে যেগুলো সম্পর্কে আমরা হয়তো সবাই জানি না। তবে আমাদের এগুলোর ভেতর থেকে ভালো কিছু app বা সাইট বেছে নিতে হবে। কেননা অনেক app আছে যেগুলো থেকে আমাদের ইনকাম তো হয় না বরং আমারা বিভিন্ন ভাবে প্রতারণার শিকার হতে পারি।
দিনে ৫০০ টাকা ইনকাম করার অনেক app আছে যেগুলো থেকে চাইলে আমরা টাকা ইনকাম করতে পারি।তবে আমাদের এটা মাথায় রাখতে হবে যে দিনে ৫০০ টাকা ইনকাম করার জন্য আমাদের অনেক সময় ও শ্রম ব্যয় করতে হবে।
পেইজ সূচিঃ দিনে ৫০০ টাকা ইনকাম app ২০২৫
- দিনে ৫০০ টাকা ইনকাম app ২০২৫
- অ্যামাজন অ্যাপ ( Amazon app) থেকে দিনে ৫০০ টাকা ইনকাম
- ডেইলি টাকা অ্যাপ (daily take) দিয়ে দিনে ৫০০ টাকা ইনকাম
- ওয়ার্ক আপ অ্যাপ (work up) দিয়ে দিনে ৫০০ টাকা ইনকাম
- ইউটিউব অ্যাপ (YouTube app) দিয়ে দিনে ৫০০ টাকা ইনকাম
- YouTube থেকে প্রেমেন্ট পাওয়ার উপায়
- ফেসবুক অ্যাপ (Facebook app ) দিয়ে দিনে ৫০০ টাকা ইনকাম
- ইন্সটাগ্রাম অ্যাপ (Instagram app) দিয়ে দিনে ৫০০ টাকা ইনকাম
- লিঙ্কডইন অ্যাপ (LinkedIn app) দিয়ে দিনে ৫০০ টাকা ইনকাম
- টেলি গ্রাম অ্যাপ (telegram app) দিয়ে দিনে ৫০০ টাকা ইনকাম
- রকমারি অ্যাপ (rokomari) app দিয়ে দিনে ৫০০ টাকা ইনকাম
- আপ ওয়ার্ক অ্যাপ (Upwork app) দিয়ে দিনে ৫০০ টাকা ইনকাম
- আপ ওয়ার্ক থেকে টাকা উঠানোর নিয়ম
দিনে ৫০০ টাকা ইনকাম app ২০২৫
অনলাইনে দিনে ৫০০ টাকা ইনকাম করার অনেক app দেখতে পাবেন। তবে এই app গুলোর ভেতর থেকে কিছু অ্যাপ দিয়ে টাকা ইনকাম করা যায়। আবার কিছু অ্যাপ থেকে আমরা প্রতারণার শিকার হই।একারনে আমাদের অনলাইন থেকে টাকা ইনকাম জন্য সঠিক অ্যাপ বেছে নিতে হবে।
আপনি যদি অনলাইন থেকে দিনে ৫০০ টাকা বা তার থেকেও বেশি টাকা ইনকাম করতে চান তাহলে আপনাকে অবশ্যই ধৈর্য সহকারে কাজ করে যেতে হবে। প্রচুর ধৈর্য্য ও সময় ব্যয় না করলে অনলাইন থেকে টাকা ইনকাম প্রায় অসম্ভব। অনলাইন থেকে টাকা ইনকাম এর কিছু অ্যাপ নিচে দেওয়া হলো।
অ্যামাজন অ্যাপ ( Amazon app) থেকে দিনে ৫০০ টাকা ইনকাম
বর্তমানে Amazon পৃথিবীর সবচেয়ে বড় ই-কমার্স সাইট। আমরা সবাই হয়তো জানি Amazon থেকে বিভিন্ন পণ্য বা সেবা কেনা বেচা করা হয়। তবে Amazon app থেকে আমরা বিভিন্ন ভাবে টাকা ইনকাম করতে পারি। বিশেষ করে Amazon অ্যাফিলিয়েট মার্কেটিং করে।
অ্যামাজন থেকে আমরা আমাদের বিভিন্ন পণ্য বা সেবা বিক্রির মাধ্যমে টাকা ইনকাম করতে পারি। তবে যেহেতু Amazon বাংলাদেশে সেই ভাবে প্রচলন নেই। তাই বাংলাদেশ থেকে Amazon এর মাধ্যমে পণ্য বা সেবা বিক্রি করা যায় না। তবে আমরা Amazon অ্যাফিলিয়েট মার্কেটিং করে প্রতিদিন ৫০০ টাকা ইনকাম বা এর থেকেও বেশি টাকা ইনকাম করতে পারি।
Amazon এর বিভিন্ন পণ্যের অ্যাফিলিয়েট লিংক আমরা বিভিন্ন সোসাল মিডিয়ায় যেমন: Facebook, YouTube,Gmail, Pinterest ও google ইত্যাদিতে শেয়ার করতে পারি। সেই শেয়ার করা লিংক থেকে যদি কোন ব্যক্তি পণ্য বা সেবা ক্রয় করে সেখান থেকে আমরা কিছু কমিশন পায়।
Amazon অ্যাফিলিয়েট থেকে টাকা তুলার নিয়ম
Amazon অ্যাফিলিয়েট করে যেই টাকা ইনকাম হয় তা মূলত অ্যামাজন অ্যাকাউন্টে জমা থাকে। এই টাকা বাংলাদেশের কোন ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে সরাসরি তুলা যায় না। বাংলাদেশ থেকে Payoneer এর মাধ্যমে টাকা তুলতে পারবেন। Amazon থেকে Payoneer এর মাধ্যমে টাকা তুলতে অ্যামাজন অ্যাকাউন্টে সর্বনিম্ন ১০ ডলার থাকতে হবে। এবং Amazon ৬০ দিন পর টাকা আপনার Payoneer অ্যাকাউন্টে পৌঁছে দিবে।
আরো পড়ুনঃকিভাবে অ্যামাজন অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট খুলতে হয়
ডেইলি টাকা অ্যাপ (daily take) দিয়ে দিনে ৫০০ টাকা ইনকাম
Daily take app একটি অনলাইন টাকা ইনকাম অ্যাপ। যেখান থেকে শুধু মাত্র মোবাইল দিয়ে টাকা ইনকাম সম্ভব। ডেইলি টাকা অ্যাপের মাধ্যমে বিভিন্ন উপায়ে টাকা ইনকাম করা যায়। তবে ডেইলি টাকা অ্যাপ দিয়ে দিনে খুব বেশি টাকা ইনকাম করতে পারবেন না। ডেইলি টাকা অ্যাপ দিয়ে টাকা ইনকাম করার উপায় গুলো নিচে দেওয়া হলো।
- ডেইলি টাকা অ্যাপে প্রতিদিন লগ ইন করলে কিছু পরিমাণ টাকা দিয়ে থাকে।
- Daily take app থেকে কোন অ্যাপ ডাউনলোড করলে ও ব্যবহার করলে কিছু পরিমাণ পয়েন্ট দিয়ে থাকে।
- Daily take app থেকে বিজ্ঞাপন ভিডিও দেখে টাকা ইনকাম করা যায়।
- ডেইলি টাকা অ্যাপ কোন ব্যক্তিকে রেফার করলে রেফারেল বোনাস দেয়।
- উপরের এই কাজ গুলো করে daily take app থেকে ফ্রি টাকা ইনকাম করা যায়।
ডেইলি টাকা অ্যাপে মিনিমাম ১০০ টাকা হলে বিকাশ বা নগদের মাধ্যমে টাকা তুলতে পারবেন।আর মিনিমাম ৫ ডলার হলে PayPal এর মাধ্যমে টাকা তুলতে পারবেন।
ওয়ার্ক আপ অ্যাপ (work up) দিয়ে দিনে ৫০০ টাকা ইনকাম
ওয়ার্ক আপ অ্যাপের কাজ গুলো অনেকটা ডেইলি টাকা অ্যাপের মতো। এখানে কাজ করে দিনে কিছু পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন। ওয়ার্ক আপ অ্যাপের একটা সুবিধা হলো আপনার হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে টাকা ইনকাম করতে পারবেন। work up এ কাজ করার কিছু উপায় নিচে দেওয়া হলো।
- ওয়ার্ক আপ অ্যাপে প্রতিদিন লগ ইন করে টাকা ইনকাম করতে পারবেন।
- ভিডিও দেখে টাকা ইনকাম করতে পারবেন।
- লাইক ও কমেন্ট করলে কিছু পয়েন্ট দিয়ে থাকে।
- অ্যাপ ডাউনলোড করে টাকা ইনকাম করতে পারবেন।
- বিভিন্ন সার্ভে পূরণ করে টাকা ইনকাম করার সুযোগ রয়েছে।
- এছাড়াও বন্ধুদের সাথে রেফারেল লিংক শেয়ার করে টাকা ইনকাম করতে পারেন।
ওয়ার্ক আপ অ্যাপ (work up) থেকে টাকা তুলার নিয়ম
আপনার ওয়ার্ক আপ অ্যাকাউন্টে সর্বনিম্ন ১০০ টাকা হলেই বিকাশ কিংবা নগদের মাধ্যমে টাকা তুলতে পারবেন।
ইউটিউব অ্যাপ (YouTube app) দিয়ে দিনে ৫০০ টাকা ইনকাম
অনলাইন ইনকাম এর জন্য অত্যন্ত জনপ্রিয় মধ্যেম হলো ইউটিউব।একজন ভালো কন্টেন্ট ক্রিয়েটর YouTube থেকে বিভিন্ন উপায়ে টাকা ইনকাম করতে পারে। তবে এর জন্য YouTube কন্টেন্ট ক্রিয়েটর কে অনেক সময় ও শ্রম ব্যয় করতে হয়। এবং নিয়মিত কন্টেন্ট আপলোড করতে হবে। একজন সফল YouTube বার হওয়ার জন্য অবশ্যই তাকে ধৈর্য ধারণ করতে হবে।ধৈর্য ধারণ করতে না পারলে সফল YouTube বার হওয়া যায় না।
YouTube থেকে টাকা ইনকাম করার প্রধান উপায় হলো YouTube মনিটাইজেশন । কোন YouTube চ্যানেল YouTube এর মনিটাইজেশন শর্ত পূরণ করার মধ্যেমে তার চ্যানেলে মনিটাইজেশন অন করতে পারে। সাধারণত YouTube এ মনিটাইজেশন অন করতে হলে ১০০০ সাবস্ক্রাইবার ও ৪০০০ ঘন্টা ওয়াচ টাইম হলেই হয়। পরবর্তীতে YouTube আপনার চ্যানেলে ad দেখিয়ে টাকা দিয়ে থাকে।
YouTube এ কোন ব্রান্ডের পন্য প্রোমোশনের মাধ্যমে টাকা ইনকাম করতে পারবেন।
অ্যাফিলিয়েট প্রডাক্ট ( অ্যামাজন,দরাজ ইত্যাদি) বিক্রির মাধ্যমে টাকা ইনকাম করতে পারবেন।
নিজস্ব কোন প্রডাক্ট এর ব্রান্ড থাকলে ইউটিউবের মাধ্যমে তার বিজ্ঞাপন করতে পারবেন।
ইউটিউবের বিভিন্ন মাধ্যম থেকে আমরা শুধু দিনে ৫০০ টাকা ইনকাম নয় বরং আরো অনেক টাকা ইনকাম করতে পারি।
YouTube থেকে প্রেমেন্ট পাওয়ার উপায়
ইউটিউব অ্যাপ থেকে টাকা ইনকামের পর যে কাজটি আমাদের করতে হবে সেটা হলো ইউটিউব অ্যাপ থেকে টাকা আমাদের হাতে আনা। আমরা বিভিন্ন উপায়ে ইউটিউব অ্যাপ থেকে টাকা আমাদের কাছে আনতে পারি।
ইউটিউব অ্যাপ থেকে টাকা তুলার অন্যতম মাধ্যম হলো bank transfer ( eft) । এজন্য আমাদের ইউটিউব adsense account এ ব্যাংক অ্যাকাউন্ট যোগ করতে হবে।
সাধারণত ইউটিউব adsense account এ ১০০ ডলার যোগ হলে টাকা তুলা যায়।
ফেসবুক অ্যাপ (Facebook app ) দিয়ে দিনে ৫০০ টাকা ইনকাম
ফেসবুক সারা পৃথিবীর একটি খুবই জনপ্রিয় সোসাল মিডিয়া। আমরা প্রতিদিন ফেসবুক অ্যাপ ব্যবহার করে থাকি তবে আমরা কি এটা জানি ফেসবুক অ্যাপ থেকেও দিনে ৫০০ টাকা ইনকাম বা তার থেকেও বেশি টাকা ইনকাম করা যায়।
ফেসবুক অ্যাপ থেকে দিনে ৫০০ টাকা ইনকামের অনেক গুলো উপায় আছে। তবে এর জন্য আমাদের ধৈর্য্যর সাথে ভালো মানের কনটেন্ট আপলোড করতে হবে।
ফেসবুক adsense :Facebook app থেকে টাকা আয়ের অন্যতম মাধ্যম হলো ফেসবুক adsense এর মাধ্যমে অনলাইন ইনকাম। বর্তমানে Facebook অটোমেটিক adsense দিয়ে থাকে। তবে এর জন্য আমাদের নিজস্ব ভালো মানের কনটেন্ট আপলোড করতে হবে।
ব্রান্ড promotion: Facebook এ বিভিন্ন ব্র্যান্ডের পণ্য যেমন: শার্ট প্যান্ট, শাড়ি, মেয়েদের বিভিন্ন ড্রেজ , বিভিন্ন ধরনের খাদ্যপণ্য ও ইলেকট্রনিক পণ্য ইত্যাদি প্রমোশনের মাধ্যমে টাকা ইনকাম করা যায়। Facebook এ বড়বড় ব্র্যান্ডের পণ্যের ভিডিও প্রচারের জন্য ডাউনলোড করলে প্রতিদিন একটি ভালো পরিমাণ টাকা অনলাইন ইনকাম করা সম্ভব।
ফেসবুক marketing : নিজের কোন ব্রান্ডের পন্য বা সেবা প্রচার অথবা বিক্রি করে Facebook মার্কেটিং করে টাকা ইনকাম করা যায়।
ফেসবুক অ্যাফিলিয়েট মার্কেটিং: ফেসবুক অ্যাফিলিয়েট মার্কেটিং করে ভালো পরিমাণ টাকা ইনকাম সম্ভব ।ফেসবুক পেজ বা গ্রুপে অ্যাফিলিয়েট লিংক শেয়ার করলে সেই লিংক থেকে কোন ব্যক্তি যদি পণ্য বা সেবা নিয়ে থাকে তাহলে সেখান থেকে কিছু পরিমাণ কমিশন তাকে দেওয়া হয়। ফেসবুকে এই অ্যাফিলিয়েট লিংক শেয়ার করে কমিশনের মাধ্যমে অনলাইন থেকে টাকা ইনকাম করা যায়।
তাছাড়া Facebook লাইভ করেও কিছু পরিমাণ টাকা ইনকাম করা যায়।
ফেসবুক অ্যাপ থেকে টাকা তুলার নিয়ম
ফেসবুক সাধারণত তিন ভাবে প্রেমেন্ট করে থাকে।৫ ডলার ২৫ ডলার ও ১০০ ডলার।
Facebook adsense account অ্যামেরিকান ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে সেট আপ করলে অ্যাকাউন্টে মাএ ৫ ডলার জমা হলেই সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হয়ে যাবে।
Facebook adsense account যদি অ্যামেরিকান ব্যাংক অ্যাকাউন্ট বাদে অন্য কোন দেশের ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে সেট আপ করা হয় তাহলে ১০০ ডলার হলে টাকা ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে।
Facebook adsense account ব্যাংক অ্যাকাউন্ট ছাড়া অন্য পেআউট মেথডের সেট আপ করলে ২৫ ডলার হলেই টাকা সরাসরি আপনার অ্যাকাউন্টে জমা হয়ে যাবে।
ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশনের শর্ত
ফেসবুক মনিটাইজেশন থেকে টাকা আয় করার জন্য আমাদের কিছু শর্ত পূরণ করতে হবে। এই শর্ত গুলো পূরণ না করলে ফেসবুকের মনিটাইজেশন অন হবে না।
১ম শর্ত: কন্টেন্ট অবশ্যই মৌলিক হতে হবে। অর্থাৎ ফেসবুক মনিটাইজেশন পাওয়ার প্রধান শর্ত হলো ফেসবুকের ছবি, ভিডিও, পোস্ট ও বিভিন্ন কন্টেন্ট সম্পূর্ণ নিজের হাতে হবে।
২য শর্ত: কন্টেন্ট এ কোন প্রকার ক্ষতিকারক, হিংসাত্মক , ঘৃণা ইত্যাদি থাকতে পারবে না।
৩য় শর্ত: একটি যোগ্য দেশ থেকে শুরু করা।
উপরের এই শর্ত গুলো মেনে চললে ফেসবুকে খুব সহজে মনিটাইজেশন পাওয়া যায়।
ইন্সটাগ্রাম অ্যাপ (Instagram app) দিয়ে দিনে ৫০০ টাকা ইনকাম
ইনস্টাগ্রাম একটি জনপ্রিয় সোসাল মিডিয়া। আমরা আমাদের বিভিন্ন প্রয়োজনে Instagram ব্যবহার করি। তবে Instagram থেকে আমরা বিভিন্ন উপায়ে টাকা ইনকাম করতে পারি।
মনিটাইজেশন: আমরা আমাদের Instagram অ্যাকাউন্ট মনিটাইজেশনের মাধ্যমে টাকা ইনকাম করতে পারি। তবে বাংলাদেশে Instagram account মনিটাইজেশন তেমন একটা করা যায় না। কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ তাদের Instagram মনিটাইজ করে অনেক টাকা ইনকাম করছেন।
ব্রান্ড প্রমোশন: বিভিন্ন ব্র্যান্ডের পণ্য বা সেবা প্রমোশনের মাধ্যমে Instagram থেকে ইনকাম করতে পারি। আমাদের দেশের বিভিন্ন পন্যের ব্র্যান্ডের মালিকরা তাদের পণ্যের প্রমোশনের জন্য Instagram মডেলদের হায়ের করে।
অ্যাফিলিয়েট মার্কেটিং: কোন পণ্যের অ্যাফিলিয়েট লিংক Instagram এ শেয়ার করলে সেই লিংক থেকে যদি কোন ব্যক্তি পণ্য বা সেবা ক্রয় করে তাহলে কিছু পরিমাণ কমিশন দেয়। সেখান থেকে প্রতিদিন ভালো পরিমাণ টাকা ইনকাম সম্ভব।
মার্কেটিং: নিজস্ব কোন প্রডাক্ট বা সার্ভিস বিক্রি করে ইনকাম। আপনার যদি নিজের কোন ব্রান্ড থাকে তাহলে ইনস্টাগ্রামের শপ ফিচার ব্যবহার করে সরাসরি পন্য বিক্রি করে টাকা ইনকাম করতে পারবেন।
লিঙ্কডইন অ্যাপ (LinkedIn app) দিয়ে দিনে ৫০০ টাকা ইনকাম
LinkedIn থেকে সরাসরি কোনো টাকা ইনকাম করা যায় না। তবে LinkedIn ব্যবহার করে অন্য উপায়ে টাকা ইনকাম করা যায়।
পেশাজীবীদের কাছে লিংকডইন অত্যন্ত জনপ্রিয় একটি মাধ্যম । লিংকডাইনে অনেক প্রতিষ্ঠান চাকরির বিজ্ঞাপন দিয়ে থাকে এবং চাকরিতে নিয়োগ দিয়ে থাকে। সুতরাং লিংকডইন থেকে আপনি আপনার কাঙ্ক্ষিত চাকরিটি খুঁজে পেতে পারেন।
লিংকডাইনে পৃথিবীর অনেক প্রতিষ্ঠান ফ্রিল্যান্স ও পার্ট টাইম জব অফার করে থাকে। যদি আপনি ফ্রিল্যান্সিং এর যেকোন বিষয়ে দক্ষ্য হয়ে থাকেন (ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডেভেলপমেন্ট, ভিডিও এডিটিং, গ্রাফিক্স ডিজাইন ইত্যাদি) তাহলে লিংকডাইন থেকে সরাসরি ক্লায়েন্ট খুঁজে পেতে পারেন।
আপনি চাইলে LinkedIn এ কোন প্রডাক্ট বা সার্ভিসের অ্যাফিলিয়েট লিংক শেয়ার করতে পারেন। সেই লিংক থেকে যদি কোন ব্যক্তি পণ্য বা সেবা ক্রয় করে তাহলে আপনি কিছু কমিশন পাবেন।
এছাড়াও আরো অনেক উপায়ে LinkedIn থেকে দিনে ৫০০ টাকা ইনকাম করতে পারি। তবে লিংকডাইন থেকে ইনকাম করতে হলে আপনাকে যেকোন বিষয়ে দক্ষ্য হতে হবে এবং আপনার LinkedIn প্রোফাইল প্রফেশনাল দের মতো সাজাতে হবে।
টেলি গ্রাম অ্যাপ (telegram app) দিয়ে দিনে ৫০০ টাকা ইনকাম
টেলি গ্রাম বাংলাদেশর মানুষের কাছে তেমন জনপ্রিয় না হলেও টেলিগ্রাম থেকে দিনে ৫০০ টাকা ইনকাম বা এর থেকেও বেশি টাকা ইনকাম করা সম্ভব। সুতরাং অনলাইন থেকে যারা টাকা ইনকাম করতে চাচ্ছেন তাদের জন্য টেলিগ্রাম একটি ভালো প্লাটফর্ম হতে পারে।
টেলিগ্রামে এ বিভিন্ন ব্র্যান্ডের পণ্য প্রমোশনের মাধ্যমে অনলাইন থেকে টাকা ইনকাম করা যায়। সাধারণত বড় বড় ব্রান্ড তাদের প্রডাক্ট প্রমোশনের জন্য টেলিগ্রামের ইউজারদের বেছে নেয়। তবে ব্র্যান্ড প্রমোশন অফার পেতে হলে telegram অ্যাকাউন্টে ভালো পরিমাণ ফলোয়ার ও জনপ্রিয়তা থাকতে হবে।
টেলিগ্রামে Amazon ও daraz এর পন্যের অ্যাফিলিয়েট লিংক শেয়ার করলে সেই লিংক থেকে কোন প্রডাক্ট বিক্রি হলে সেখান থেকে ভালো পরিমাণ অনলাইন টাকা ইনকাম সম্ভব।
Telegram এ সফটওয়্যার, ইবুক অথবা বিভিন্ন বিষয়ের কোর্স বিক্রি করে টাকা ইনকাম করা যায়।
রকমারি অ্যাপ (rokomari) app দিয়ে দিনে ৫০০ টাকা ইনকাম
রকমারি একটি বাংলাদেশি বুকশপ। রকমারিতে সরাসরি চাকরি ছাড়াও আরো অনেক উপায়ে টাকা ইনকাম করা যায়।
রকমারি থেকে অনলাইন ইনকামের সবচেয়ে জনপ্রিয় মধ্যেম হলো রকমারি অ্যাফিলিয়েট মার্কেটিং। রকমারির নিজস্ব একটি অ্যাফিলিয়েট প্রোগ্রাম আছে। রকমারির কোন বই বা পণ্যের অ্যাফিলিয়েট লিংক আপনি আপনার বিভিন্ন সোশাল মিডিয়া প্লাটফর্মে শেয়ার করতে পারেন। সেই লিংক থেকে যদি কোন ব্যক্তি পণ্য বা বই ক্রয় করে তাহলে তারা আপনাকে কিছু কমিশন দেবে।
তাছাড়া রকমারির বই বা পণ্যের রিভিউ লিখে অথবা রিভিউ ভিডিও তৈরি করে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারেন। পরবর্তিতে আপনার রেফারেল লিংক থেকে কোন বই বা পণ্য বিক্রি হলে সেখান থেকে কমিশন পাবেন।
আপ ওয়ার্ক অ্যাপ (Upwork app) দিয়ে দিনে ৫০০ টাকা ইনকাম
আপ ওয়ার্ক হলো একটি ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে। এখান থেকে আপনাকে বিভিন্ন বায়ারের কাছ থেকে কাজ নিতে হবে।যেখান থেকে ফ্রিল্যান্সিং করে প্রচুর টাকা ইনকাম করা সম্ভব। এখানে পৃথিবীর বিভিন্ন প্রতিষ্ঠান অথবা ব্যক্তি কাজ পোস্ট করে থাকে। আমরা যদি কোন বিষয়ে দক্ষ্য হয়ে থাকি (ডিজিটাল মার্কেটিং, ভিডিও এডিটিং, অ্যাপ ডেভেলপমেন্ট, গ্রাফিক ডিজাইন ইত্যাদি) তাহলে আপ ওয়ার্ক থেকে কাজ নিতে পারি এবং এই কাজ গুলো করে প্রচুর টাকা ইনকাম করতে পারি। তবে এখনে ভালো ভাবে প্রতিষ্ঠিত হওয়ার জন্য প্রচুর শ্রম ও ধৈর্য ধারণ করতে হবে।
আপ ওয়ার্ক থেকে টাকা উঠানোর নিয়ম
আপ ওয়ার্ক থেকে টাকা তুলার কিছু নিয়ম আছে। একটা নির্দিষ্ট পরিমাণ টাকা জমা না হলে আপ ওয়ার্ক থেকে টাকা উঠানো যায় না। আপ ওয়ার্কে কত টাকা জমা হলে তুলতে পারবেন তা নির্ভর করে আপনি কোন প্রেমেন্ট মেথডের মাধ্যমে টাকা তুলছেন তার উপর।
আপ ওয়ার্ক থেকে সাবধানত তিন ভাবে টাকা উওলন করা যায়। যদি আপনি Payoneer এর মাধ্যমে টাকা তুলতে চান তাহলে আপনার আপ ওয়ার্ক অ্যাকাউন্টে সর্বনিম্ন ২০ ডলার থাকতে হবে। এবং Payoneer থেকে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা তুলতে হলে Payoneer এ সর্বনিম্ন ৫০ ডলার থাকতে হবে।
আপ ওয়ার্ক থেকে বাংলাদেশের কোন ব্যাংক অ্যাকাউন্টে টাকা তুলতে হলে আপ ওয়ার্কে সর্বনিম্ন ১০০ ডলার জমা থাকতে হবে। এখান থেকে সাবধানত ৩ থেকে ৫ দিনের ভেতর টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যায়।
আপ ওয়ার্ক থেকে টাকা তুলার আরেকটি মাধ্যম আছে সেটা হলো wire transfer.এই মধ্যেমে টাকা তুলার খরচ অনেক বেশি হওয়ায় বাংলাদেশের মানুষ wire transfer খুব একটা বেশি ব্যবহার করে না। আপনার আপ ওয়ার্ক অ্যাকাউন্টে সর্বনিম্ন ১০০০ ডলার থাকলে এই মধ্যেমে টাকা তুলাতে পারবেন।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url