ইনস্টাগ্রাম ক্রাশ ঠিক করার ৮ টি উপায়
আপনি যদি ইনস্টাগ্রাম অ্যাপ ক্রাশ ঠিক করার উপায় সম্পর্কে জানতে চাচ্ছেন তাহলে আপনি সঠিক পোস্টে ক্লিক করেছেন। আমরা এই পোস্টের মাধ্যমে আপনাদের সাথে ইনস্টাগ্রাম ক্রাশ ঠিক করার ৮ টি উপায় সম্পর্কে আলোচনা করতে চলেছি।ইনস্টাগ্রাম একটি খুবই জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম। ভারতে টিকটক ব্যান্ড হওয়ার পর ইনস্টাগ্রামের জনপ্রিয়তা আরো বৃদ্ধি পেয়েছে। এত জনপ্রিয় হওয়া সত্ত্বেও এর কিছু বাগ রয়েছে যার জন্য ইনস্টাগ্রাম মাঝে মাঝে ক্রাশ করে।
অনেক ইনস্টাগ্রাম ইউজার অভিযোগ করেন যে অ্যান্ড্রয়েড ও আইওএস উভয় ক্ষেত্রেই ইনস্টাগ্রাম অ্যাপ ক্রাশ করে।বেশিরভাগ ব্যবহার কারীর ক্ষেত্রে গল্প আপলোড করার সময় বা dm খেলার সময় ইনস্টাগ্রাম অ্যাপ ক্রাশ করে। এই সমস্ত সমস্যার সমাধান করার জন্য আমরা আপনাদের এই আলোচনায় নিয়ে এসেছি। এই পোস্টের মাধ্যমে আমরা আপনাদের ইনস্টাগ্রাম অ্যাপ ক্রাশের সমস্যার বেশ কয়েকটি সমাধান নিয়ে এসেছি।
পেইজ সূচি: ইনস্টাগ্রাম ক্রাশ ঠিক করার ৮ টি উপায়
- ইনস্টাগ্রাম ক্রাশ ঠিক করার ৮ টি উপায়
- ইনস্টাগ্রাম অ্যাপ এর cache clear করে
- ইন্সটাগ্রাম অ্যাপ আপডেট করে
- ইনস্টাগ্রাম অ্যাপ পূণরায় install করে
- বিটা প্রোগ্রাম ছেড়ে দিয়ে
- ইনস্টাগ্রাম বন্ধ আছে কি না তা পরীক্ষা করুন
- গল্প আপলোড করলে ইন্সটাগ্রাম অ্যাপ ক্রাশ করে
- ডিএম খুললেই ইনস্টাগ্রাম অ্যাপ ক্রাশ করে
- অপেক্ষা করুন
- লেখকের মন্তব্য
ইনস্টাগ্রাম ক্রাশ ঠিক করার ৮ টি উপায়
এখানে অ্যান্ড্রয়েড ও iOS এর ইনস্টাগ্রাম ক্রাশ এর সমস্যার কিছু সমাধান সম্পর্কে আলোচনা করা হলো। নিচের দেওয়া তথ্য গুলো অনুসরণ করলে আসা করা যায় আপনার ইনস্টাগ্রাম অ্যাপ ক্রাশ এর সমস্যার সমাধান আপনি করতে পারবেন। নিচে ইনস্টাগ্রাম ক্রাশ ঠিক করার ৮ টি উপায় সম্পর্কে আলোচনা করা হলো।
- ক্যাশ ক্লিন
- ইনস্টাগ্রাম অ্যাপ আপডেট করা
- ইনস্টাগ্রাম অ্যাপ পূণরায় ইনস্টল করা
- বিটা প্রোগ্রাম ছেড়ে দেওয়া
- ইনস্টাগ্রাম অ্যাপ বন্ধ আছে কি না তা পরীক্ষা করা
- গল্প আপলোড করলে ইন্সটাগ্রাম অ্যাপ ক্রাশ করে
- Dm খুললেই ইনস্টাগ্রাম অ্যাপ ক্রাশ করে
- অপেক্ষা করুন
ইনস্টাগ্রাম অ্যাপ এর cache clear করে
কোন অ্যাপের cache clear করার মধ্যেমে শুধু ইনস্টাগ্রাম নয় বরং অনেক অ্যাপ এর সমস্যার সমাধান করা যায়। প্রথমে ইনস্টাগ্রাম অ্যাপ আইকন টি চেপে ধরুন এবং পরবর্তী ধাপ গুলো অনুসরণ করুন (app info - storage and cache - clear cache ) আবার পূণরায় ইনস্টাগ্রাম অ্যাপ ওপেন করুন। এবার দেখুন ইনস্টাগ্রাম অ্যাপ ক্রাশের সমস্যা সমাধান হয়েছে কি না।
iOS এর জন্য
আপনি সরাসরি iOS এর cache clear করতে পারবেন না। এজন্য সেটিং পেজ থেকে সরাসরি ইনস্টাগ্রাম অ্যাপ টি আনইনস্টল করে দিন। এটা ইনস্টাগ্রাম এর সকল cache ডেটা clear করে দিবে।
পরবর্তী ধাপ গুলো অনুসরন করুন ( open setting - general - iphone storage - open Instagram app - delete app)
আবার ইনস্টাগ্রাম অ্যাপ টি ইন্সটল করুন। আশা করা যায় অ্যাপ ক্রাশ ঠিক হয়ে যাবে।
ইন্সটাগ্রাম অ্যাপ আপডেট করে
যদি উপরের পদ্ধতি কাজ না করে তাহলে এই পদ্ধতি অনুসরণ করতে পারেন। ইনস্টাগ্রাম অ্যাপ টি আপডেট করা না থাকলে অ্যাপ টি আপডেট করে সমস্যার সমাধান করতে পারেন।
Android
ধাপ গুলো অনুসরন করুন ( open play store - my apps- Instagram app - update)
পরবর্তীতে সিস্টেম আপডেট আছে কি না সেটা পরিক্ষা করুন। সিস্টেম আপডেট এর মাধ্যমে অনেক সমস্যার সমাধান করতে পারবেন এবং ইনস্টাগ্রাম অ্যাপ ক্রাশের সমস্যাও সমাধান করতে পারবেন।
ধাপ গুলো অনুসরণ করুন ( open setting - system update - update and install)
iOS
অ্যান্ড্রয়েড এর মতো iOS ইনস্টাগ্রাম অ্যাপ আপডেট করতে হবে।
ধাপ গুলো অনুসরণ করুন ( open app store - tap on today - tap on profile icon- update Instagram)
ইন্সটাগ্রাম আপডেট করে ওপেন করুন দেখবেন ইনস্টাগ্রাম অ্যাপ ক্রাশ এখনও ঠিক হয়নি। এজন্য আপনাকে সিস্টেম আপডেট করতে হবে।
ধাপ গুলো অনুসরণ করুন ( open setting - general - software update - download and install )
ইনস্টাগ্রাম অ্যাপ পূণরায় install করে
ইনস্টাগ্রাম ক্রাশ ঠিক করার ৮ টি উপায় এর মধ্যে এটি অন্যতম। ইনস্টাগ্রাম অ্যাপ ক্রাশ ঠিক করতে যদি উপরের পদ্ধতি গুলো দ্বারা কাজ না করে তাহলে ইনস্টাগ্রাম অ্যাপ টি আনইন্সটল করে পূণরায় ইনস্টল করুন। প্রথমে আপনার ইনস্টাগ্রামের আইডি নাম্বার ও পাসওয়ার্ড কোথাও লিখে রাখুন অথবা মনে করে রাখুন। যাতে আপনি আপনার ইনস্টাগ্রাম আইডি পাসওয়ার্ড ভুলে না যান।
Android
প্রথমে আপনার ফোনে থাকা ইনস্টাগ্রাম অ্যাপ টি আনইন্সটল করুন। পরবর্তীতে আবার ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশনটি play store থেকে পূণরায় ইনস্টল করুন। এরপর আপনার আইডি পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।
iOS
প্রথমে ইনস্টাগ্রাম অ্যাপ আইকন টি চেপে ধরুন এবং ডিলেট অপশনে ক্লিক করুন। পরবর্তীতে app store ওপেন করুন এবং ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশনটি পূণরায় ইনস্টল করুন। এবার আপনার আইডি পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।
বিটা প্রোগ্রাম ছেড়ে দিয়ে
আমরা কখনো কখনো ইনস্টাগ্রাম এর বিটা প্রোগ্রামে নথিভুক্ত হই এবং আমাদের এটা সম্পর্কে কোন ধারণা থাকে না। এই বিটা সংস্করণগুলি সাধারণত অস্থির এবং ইনস্টাগ্রাম অ্যাপ ক্রাশ এর সমস্যা সৃষ্টি করতে পারে। তাই আমাদের বিটা প্রোগ্রাম বন্ধ করতে হবে।
ধাপ গুলো অনুসরণ করুন ( প্রথমে play store অ্যাপ ওপেন করুন এবং ইনস্টাগ্রাম খুলুন। এরপর নিচে scroll করুন। আপনি যদি বিটা প্রোগ্রামে নথিভুক্ত হন তাহলে you are a beta tester দেখতে পাবেন। তখন leave এ ক্লিক করে বিটা প্রোগ্রাম থেকে বের হয়ে আসুন। এরপর play store app বন্ধ করুন এবং আবার play store ওপেন করুন। পরবর্তীতে ইনস্টাগ্রাম অ্যাপ টি আপডেট করুন। দেখবেন আপনার ইনস্টাগ্রাম অ্যাপ ক্রাশ ঠিক হয়ে গেছে।
iOS
আপনি যদি iOS এ বিটা প্রোগ্রামে নথিভুক্ত হয়ে থাকেন তাহলে আপনার ফোনে অবশ্যই TestFlight অ্যাপটি থাকা উচিত। যদি আপনার ফোনে TestFlight অ্যাপটি থাকে তাহলে এটা খুলুন এবং ইনস্টাগ্রাম বিটা প্রোগ্রাম থেকে বের হয়ে আসুন। আর যদি আপনার ফোনে TestFlight অ্যাপটি না থাকে তাহলে চিন্তার কোন কারণ নেই কেননা আপনার ফোনে ইনস্টাগ্রাম বিটা প্রোগ্রাম নেই।
ইনস্টাগ্রাম বন্ধ আছে কি না তা পরীক্ষা করুন
ইনস্টাগ্রাম অ্যাপ ক্রাশ ঠিক করার আগে আপনি খেয়াল করুন যে এই সমস্যা টা কি শুধু আপনার সাথেই হচ্ছে না কি অন্য সবার ফোনে ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশনটি ক্রাশ করছে। হতেই পারে যে সমস্যা টি শুধু আপনার সাথে নয় বরং সকলের ফোনে একই সমস্যা দেখা দিচ্ছে। আপনি চাইলে down detector এর মাধ্যমে সারা পৃথিবীর রিয়েল টাইম স্ট্যাটাস চেক করে নিতে পারেন। এটির মাধ্যমে আপনি সারা পৃথিবীর ইনস্টাগ্রামে কোন সমস্যা আছে কি না দেখে নিতে পাবেন।
আরো পড়ুন : ছেলেদের আধুনিক ইসলামিক নাম
আরো পড়ুন : মেয়েদের আধুনিক ইসলামিক নাম
আরো পড়ুন: দিনে ৫০০ টাকা আয়ের সেরা অ্যাপ
গল্প আপলোড করলে ইন্সটাগ্রাম অ্যাপ ক্রাশ করে
ইনস্টাগ্রাম ক্রাশ ঠিক করার ৮ টি উপায় এর মধ্যে এটি একটি যদি ইনস্টাগ্রামে story আপলোড করার সময় ইনস্টাগ্রাম অ্যাপ ক্রাশ করে তাহলে সমস্যা টি মিডিয়া ফাইলের জন্য হতে পারে। অনেকেই এই সমস্যাটির মুখোমুখি হয়েছেন। যদি ভিডিও আপলোড করার সময় এই সমস্যাটি ঘটে তাহলে নতুন কোডেক ব্যবহার করে এনকোড করেন এটি ইনস্টাগ্রামের সাথে সামঞ্জস্যপূর্ণ একটি সাধারণ কোডে রুপান্তরিত করে।
যেমন যদি আপনি কোন ভিডিও 4k 60 fps এ শ্যুট করে থাকেন তাহলে ভিডিও টি 1080p 30fps এ পরিবর্তন করুন। এবং ফর্ম্যাট টি mp4 এ রুপান্তরিত করুন। এটি ইনস্টাগ্রামের জন্য সেরা সামঞ্জস্যপূর্ণ ফর্ম্যাট ভিডিও। আপনি চাইলে iphone ও Android সব ক্ষেত্রে এই পদ্ধতি অনুসরণ করতে পারেন।
ছবির ক্ষেত্রে যদি এটি heic/heif ফর্ম্যাটের ইমেজ হয় তাহলে ইনস্টাগ্রামের সাথে আরো ভালো সামঞ্জস্যর জন্য ছবিটিকে jpg অথবা PNG তে রুপান্তরিত করুন। আপনি লিংক করা নিবন্ধন থেকে উইন্ডোজ পিসিতে heif ছবিকে jpg তে রুপান্তরিত করতে পারেন। এছাড়া ইনস্টাগ্রামের জন্য আরো ভালো সামঞ্জস্যপূর্ণ করার জন্য আপনি iOS ও heif ফর্ম্যাটটি বন্ধ করতে পারেন।
ডিএম খুললেই ইনস্টাগ্রাম অ্যাপ ক্রাশ করে
যদি আপনি লক্ষ্য করেন একটি dm খুলার সময় আপনার ইনস্টাগ্রাম অ্যাপটি ক্রাশ করছে তাহলে হতে পারে আপনার ইনস্টাগ্রাম অ্যাপ টি অন্য অনেক ডিভাইসে লগইন করা আছে। অন্য সকল ডিভাইস থেকে লগইন মুছে ফেলতে ওয়েবে ইনস্টাগ্রাম এর লগইন কার্যকলাপ পৃষ্ঠা টি খুলুন এবং আপনার লগইন গুলো ক্লিয়ার করুন। এরপর ডিভাইস প্রমাণীকরন সরাতে লগআউট এ ক্লিক করুন। এবার আপনার ফোনের ইনস্টাগ্রাম অ্যাপ টি থেকে লগ আউট করুন এবং পূণরায় লগইন করুন।
অপেক্ষা করুন
অনেক ক্ষেত্রে কিছু সময় অপেক্ষা করলে ইনস্টাগ্রাম অ্যাপ ক্রাশ ঠিক হয়ে যায়। ইনস্টাগ্রাম তার অ্যাপে ফেসবুক sdk ব্যবহার করে। অনেক সময় ফেসবুক sdk , ইনস্টাগ্রাম, কিন্ডার এবং আরো অনেক অ্যাপ ক্রাশ করার সমস্যা দেখা গেছে । এই সমস্যাটি বিশেষ করে iOS ইউজারদের বেশি দেখা যায়।
পরবর্তীতে ফেসবুক তাদের বিবৃতিতে জানিয়েছিল কিছু কোড পরিবর্তনের জন্য এই অ্যাপ ক্রাশের সমস্যাটি ঘটেছে। পরে সমস্যাটি ঠিক করা হয়েছিল এবং ইনস্টাগ্রাম ও অন্যান্য অ্যাপ কোন ক্রাশের সমস্যা ছাড়াই কাজ করতে থাকে। তাই যখন কোন কিছুই কাজ করে না তখন অপেক্ষা করুন ডেভেলপাররা ইনস্টাগ্রামের ক্রাশ এর সমস্যাটি ঠিক করে দিবে।
লেখকের মন্তব্য
সুতরাং উপরে উল্লেখিত তথ্য গুলোর মধ্যেমে আপনি আপনার অ্যান্ড্রয়েড ও আইওএস উভয় ডিভাইসের ইনস্টাগ্রাম অ্যাপ ক্রাশের সমস্যাটি সমাধান করতে পারবেন। আমরা এই আলোচনার মধ্যে আপনাদের জন্য কিছু সাধারণ পদ্ধতি ও কিছু উন্নত টিপস দেওয়ার চেষ্টা করেছি যাতে আপনি অ্যান্ড্রয়েড ও আইওএস উভয় ডিভাইসেই কেন ইনস্টাগ্রাম অ্যাপ ক্রাশ করে চলেছে তার কিছু ধারণা পেতে পারেন। পরবর্তীতে আপনার ইনস্টাগ্রাম অ্যাপ ক্রাশ হলে উপরে দেওয়া ইন্সটাগ্রাম ক্রাশ ঠিক করার ৮ টি উপায় গুলো থেকে সমাধান পেতে পারেন।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url