টিবি রোগের লক্ষণ ও প্রতিকার

টিবি রোগের কারন, লক্ষণ ও প্রতিকার

টিবি রোগের লক্ষণ ও প্রতিকার

পেইজ সূচিঃ

কোন ব্যাকটেরিয়ার কারণে টিবি বা যক্ষ্মা রোগ ছড়ায়


মাইক্রো ব্যাকটেরিয়ার টিউবারকুলোসিস নামক ব্যাকটেরিয়ার সংক্রমণে টিবি বা যক্ষ্মা রোগ ছড়ায়।এই ব্যাকটেরিয়া শরীরের যেকোনো অঙ্গকে সংক্রমিত করতে পারে যেমন: কিডনি, লিভার, ত্বক ও মস্তিষ্কে ইত্যাদি। তবে এই ব্যাকটেরিয়া সাধারণত ফুসফুসকে বেশি আক্রান্ত করে।

টিবি রোগ কেন হয় 

টিবি বা যক্ষ্মা রোগ সাধারণত টিবি রোগে আক্রান্ত ব্যক্তির হাচি , কাশি ও থুতুর মাধ্যমে ছড়িয়ে থাকে। এজন্য কোনো ব্যক্তি যদি টিবি বা যক্ষ্মা রোগে আক্রান্ত ব্যক্তির কফ, হাঁচির সংস্পর্শে আসে তাহলে ঐ ব্যক্তি টিবি রোগে আক্রান্ত হতে পারে। এছাড়া টিবি রোগীর সাথে দীর্ঘদিন মেলামেশা করলে এই রোগ ছড়াতে পারে।
দূর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন ব্যক্তির টিবি বা যক্ষ্মা রোগ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে ধুমপান,মদ ,গাঁজা এবং বিভিন্ন মাদক দ্রব্য সেবন করে তাদের এই রোগ হওয়ার সম্ভাবনা বেড়ে যায়।

টিবি রোগের লক্ষণ কি 

টিবি রোগের জন্য দায়ী ব্যাকটেরিয়া শরীরের কোন অঙ্গকে সংক্রমিত করেছে তার উপর নির্ভর করে টিবি রোগের লক্ষণ।
টিবি বা যক্ষ্মা রোগ সাধারণত বেড়ে ওঠে ফুসফুসে।এর কিছু লক্ষন নিচে দেওয়া হলো:
  1. তিন সপ্তাহ বেশি কাশি থাকতে পারে।
  2. সন্ধ্যা জ্বর থাকে। 
  3. বুকে ব্যথা অনুভব হয়।
  4. কফের সাথে শ্লেষ্মা আসে।
  5. শরীর দুর্বল হয়ে পড়ে।
  6. ওজন কমাতে শুরু করে।
  7. রাতে ঘাম হয়।

টিবি রোগ কত প্রকার 

অবস্থায়, আকৃতির ও প্রকৃতির উপর ভিত্তি করে টিবি চার ধরনের হয়ে থাকে। তবে সাধারণত টিবি ২ ভাবে ভাগ করা হয়।

১: পালমোনারি টিবি 
পালমোনারি টিবি রোগীর কফ, থুতু হাঁচির মধ্যমে অন্য ব্যক্তিকে আক্রান্ত করে।এটি ফুসফুসে হয়।

২: এক্সট্রা পালমোনারি টিবি 
ফুসফুস বাদে শরীরের অন্য কোন অঙ্গে আক্রান্ত হলে তাকে এক্সট্রা পালমোনারি বলা হয়। এটি সাধারণত কিডনি, লিভার,ব্রেন ও পেট ইত্যাদি অঙ্গে হাতে পারে।

টিবি রোগ কি ভালো হয় 

সঠিক চিকিৎসার মাধ্যমে টিবি বা যক্ষ্মা রোগ সম্পূর্ণ নিরাময় সম্ভব। টিবি রোগের ধরন অনুযায়ী সঠিক অ্যান্টিবায়োটিক নিলে টিবি বা যক্ষ্মা রোগ থেকে পরিত্রাণ সম্ভব। টিবি রোগিদের ছয় মাসের জন্য অ্যান্টিবায়োটিক নিতে পরামর্শ দেওয়া হয়।

গ্ল্যান্ড টিবি রোগের লক্ষণ 

এক্সট্রা পালমোনারি টিবিকে গ্ল্যান্ড টিবি বা যক্ষ্মা রোগ বলা হয়। গ্ল্যান্ড টিবিতে আক্রান্ত হলে শরীরে কিছু লক্ষন প্রকাশ পায়।যেই লক্ষণ গুলো দেখলে বুঝবেন এটা গ্ল্যান্ড টিবি কি না। 
সাধারণত গলা, বগল বা শরীরের অন্য কোন অঙ্গে গুটি মতো দেখা দেয়। এটি ব্যথাহীন হয়ে থাকে।ধিরে ধিরে গুটি টি শক্ত পিন্ডের মতো লাগে। ফোলা যায়গায় পুঁজ জমে। দীর্ঘদিন হালকা জ্বর থাকে। ওজন কমে যাওয়া ও দুর্বল হয়ে পড়া। এবং রাতে ঘেমে যাওয়ার মতো লক্ষণ দেখা দিতে পারে।


গ্লান্ড টিবি কি একটি ছোঁয়াচে 

গ্ল্যান্ড টিবি কোন ছোঁয়াচে রোগ নয়।
গ্ল্যান্ড টিবি ফুসফুস টিবি রোগের মতো অতটা ছোঁয়াচে নয়। তবে এটি যেহেতু ফুসফুস টিবি মতো একই ব্যাকটেরিয়ার মাধ্যমে ছড়িয়ে থাকে এজন্য আমাদের সতর্ক থাকা উচিত।

টিবি রোগের ঔষধের নাম

টিবি রোগীর সাধারণ চার প্রকার ঔষধ দেওয়া হয়।
rifampicin 
isoniazid 
ethambutol 
pyrazinamide 

সাধারণত টিবি রোগীদের এই ঔষধ গুলো ছয় মাসের বেশি সময় ধরে খেতে হতে পারে।

টিবি রোগের ঔষধ খাওয়ার নিয়ম 

টিবি রোগ প্রাথমিক ভাবে শুধুমাত্র ঔষধের মাধ্যমে সেরে ফেলা সম্ভব। তবে সঠিক ভাবে ঔষধ সেবন না করলে বিভিন্ন পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে।
সাধারণত টিবি রোগের ঔষধ গুলো খাবার খাওয়ার পর সেবনের পরামর্শ দেওয়া হয়। এটি সঠিক নিয়ম নয়। ভরা পেটে ঔষধ খেলে রোগ ভালো হয় ঠিকই কিন্তু এভাবে খাওয়ার কিছু পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে। এজন্য টিবি রোগের ঔষধ গুলো খালি পেটে খাওয়া উচিৎ।

টিবি রোগের ঔষধের পার্শ্বপ্রতিক্রিয়া

টিবি রোগ শুধুমাত্র ঔষধের মাধ্যমে নিরাময় সম্ভব। তবে কিছু কিছু রোগীর ক্ষেত্রে ঔষধের কিছু পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে। সকল রোগীদের ক্ষেত্রে নিম্নে বর্ণিত লক্ষণ গুলো দেখা নাও দিতে পারে।
  1. বমি বমি ভাব ও পেট ব্যথা।
  2. মাথা ঘুরা ও খেতে না পারা।
  3. শরীর হাত পা জ্বালা পোড়া করা।
  4. পেটের সমস্যা ও পাতলা পায়খানা হওয়া।
  5. গা হাত পাতে ফুসকুরি ও চুলকানি হতে পারে।
  6. শরীরের গাটে গাটে ব্যাথা ঝিনঝিন করা ও অসাড় হয়ে যাওয়া।
  7. জন্ডিসের মতো শরীর হলুদ হয়ে যাওয়া।
  8. চোখের সমস্যা ও ঝাপসা দেখা।
  9. কিডনির সমস্যা।
  10. কানে কম শোনা।
  11. স্নায়ুবিক সমস্যা।
  12. মারাত্মক অ্যালার্জি প্রতিক্রিয়া।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url