ইনডেভার এর কাজ কি -খাওয়ার নিয়ম ও পার্শ্ব প্রতিক্রিয়া
ইনডেভার এর কাজ কি? ইনডেভার খাওয়ার নিয়ম ও পার্শ্ব প্রতিক্রিয়া। ইনভেডার
ওষুধটির কোন কোন রোগের ক্ষেত্রে কার্যকরী ইত্যাদি সম্পর্কে আমরা এই আর্টিকেলের
মাধ্যমে বিস্তারিত আলোচনা করতে চলেছে। বাংলাদেশের বাজারে বিভিন্ন ডোজে ইনডেভার
ওষুধ পাওয়া যেযে থাকে যেমন ইনডেভার ৫, ইনডেভার ১০, ইনডেভার ২০ ও ইনডেভার ৪০
ইত্যাদি ।
ইনডেভার ওষুধ খাওয়ার কারণ মূলত হার্ট অ্যাটাক প্রতিরোধ, হৃদযন্ত্রের
অস্বাভাবিক হৃদস্পন্দন, কিছু মানসিক সমস্যার সমাধান, মাইগ্রেনের সমস্যা,
থাইরোটক্সিকোসিস, এনজিনা পেক্টরিস, প্রাথমিক উচ্চরক্ত চাপের সমস্যায় ব্যবহার
করা হয়। চলুন তাহলে ইনডেভার এর কাজ কি এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করা যাক।
ইনডেভার এর কাজ কি খাওয়ার নিয়ম ও পার্শ্ব প্রতিক্রিয়া
ইনডেভার ১০ এর কাজ কি তা জানতে হলে আগে এই ওষুধটি কি উপাদান দিয়ে তৈরি তা জানতে
হবে। ওষুধটি একটি বিটা অ্যাডরেনারজিক রিসিপ্টর এর বাধা দানকারী ওষুধ যার প্রধান
উপাদান প্রোপ্রানলল হাইড্রোক্লোরাইড । ওষুধের এই উপাদান গুলো আমাদের উচ্চ রক্তচাপ
ও এনজিনা পেক্টরিস রোগ নিরাময়ে কাজ করে।
ইনডেভার ঔষধটি আমাদের হার্টের অক্সিজেনের চাহিদা কমায় ও হৃদপিন্ডের সংকোচন ও
প্রসারণের মাত্রা কমিয়ে আনে। এর ফলে আমাদের শরীরের রক্ত চাপের মাত্রা
নিয়ন্ত্রণে থাকে। এই ওষুধটি এমন এমন রোগের জন্য কার্যকরী যে রোগগুলোর সম্মুখীন
আমরা প্রতিনিয়ত হয়ে থাকি। চলুন তাহলে ইনডেভার এর কাজ কি এই সম্পর্কে কিছু জেনে
আসিঃ
আরো পড়ুনঃ
তাই এ বিষয়ে সচেতন হয়ে আপনাকে অবশ্যই অভিজ্ঞ ডাক্তারের সাথে পরামর্শ করতে হবে। আশা করছি ইনডেভার 10 এর কাজ কি বা এই ওষুধ কোন কোন রোগের ক্ষেত্রে কার্যকরী ভূমিকা পালন করে তা জানতে পেরেছেন। এবার চলুন, ইনডেভার ১০ বেশি খেলে কি হবে সেই সম্পর্কে জেনে নেওয়া যাক।
আরো পড়ুনঃ অতিরিক্ত কাশি হলে কি ওষুধ খাব? বাচ্চাদের সর্দি-কাশির সিরাপ স্কয়ার
ইনডেভার ১০ আমাদের শরীরের জন্য একটি উপকারী ঔষধ। এটি সাধারণত মানব শরীর নানান ধরনের উপকার সাধন করে। যেমনঃ মাইগ্রেনের সমস্যা, উচ্চ রক্তচাপ , উদ্বিগ্নতা , দুশ্চিন্তা, প্রেসারের সমস্যা, অনিয়মিতি হৃদস্পন্দন , ঘাড় ব্যথা , বুকে ধপ ধপ করা , ডিপ্রেশন, আলোর প্রতি অতি সংবেদনশীলতা, হাইপারটেনশন , নিঃশ্বাসের সমস্যা ইত্যাদি রোগের জন্য এই ওষুধটি ব্যবহার করা হয়ে থাকে। এছাড়া এমন আরো অনেক রোগ আছে যে রোগ গুলোর চিকিৎসায় চিকিৎসক Gintex 500 এন্টিবায়োটিক ব্যবহার করার নির্দেশনা দিয়ে থাকেন।
ডাক্তারের পরামর্শ অনুযায়ী ডোজ অনুযায়ী ঔষধ গুলো খেলে পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া ভালো উপকার পাবেন। বিশেষজ্ঞ চিকিৎসক আপনাকে বিভিন্নভাবে পরীক্ষা নিরীক্ষা করে এই ডোজ গুলো নির্ধারণ করে। ডাক্তাররা সাধারণত দিনে ২বার করে ০.২৫ মিলিগ্রাম থেকে ১০০ মিলিগ্রাম ১২ থেকে ১৮ বছর বয়সীদের খাওয়ার পরামর্শ দেই।
আরো পড়ুনঃ গর্ভবতী হওয়ার লক্ষণ কতদিন পর বোঝা যায়-প্রথমবার গর্ভবতী হওয়া লক্ষণ
এই ওষুধগুলো খালি পেটে সেবন করা উচিত নয়। খাবার পর পানি দিয়ে ইনডেভার ট্যাবলেট গিলে ফেলুন। ট্যাবলেটটি চিবিয়ে খাবেন না। Indever 10 ট্যাবলেট সেবন করার জন্য একটি নির্দিষ্ট সময় বেছে নিন। চলুন তাহলে ইনডেভার ট্যাবলেট খাওয়ার নিয়ম সম্পর্কে বিস্তারিত জানিয়ে আসা জাক।
আরো পড়ুনঃ মাথা ব্যাথা কমানোর দশটি ওষুধের নাম
পৃথিবীর সকল ওষুধের কমবেশি কোনো না কোনো পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। ইনডেভার ১০ ওষুধটি এর ব্যতিক্রম নয়। এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া হওয়ার মূল কারণ ট্যাবলেটটির অতিরিক্ত ব্যবহার ও ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া ভুল রোগের চিকিৎসার জন্য ব্যবহার করা। নিচে ইনডেভার ট্যাবলেটের পার্শ্বপ্রতিক্রিয়া গুলো দেওয়া হলঃ
আরো পড়ুনঃ মোনাস ১০ এর কাজ কি
তবে গর্ভাবস্থায় ডাক্তারের পরামর্শ ছাড়া ইনডেভার ওষুধ খাওয়া উচিত নয়। এতে মা ও শিশুর স্বাস্থ্য ঝুঁকি থেকে যায়। এই সময়ে যদি কোন মহিলার উচ্চ রক্তচাপ অথবা মাইগ্রেনের সমস্যা দেখা দেয় তাহলে দ্রুত ডাক্তারের শরণাপন্ন হয় না ডাক্তার যদি আপনাকে এই ওষুধটি খাওয়ার অনুমতি দেয় তাহলেই ওষুধ গ্রহণ করুন। তাছাড়া এই ওষুধগুলো খাওয়া থেকে সাবধানতা অবলম্বন করুন।
সাধারণত গর্ভাবস্থায় ইনডেভার ১০ সেবন করা করা নিষিদ্ধ। কেননা এই ওষুধের মধ্যে রয়েছে প্রােপ্রানল উপাদান যা মানুষের দুঃখের সময় নিঃসৃত হয়। সুতরাং গর্ভাবস্থায় ঔষধটি খাওয়া গর্ভবতী নারী ও গর্ভের শিশুর জন্য নিরাপদ নয়। যদি খুব বেশি প্রয়োজন পড়ে তাহলে চিকিৎসকের পরামর্শ নিন।
যদি কোন কারণে আপনি প্রয়োজন ছাড়া অতিরিক্ত মাত্রায় এই ওষুধগুলো সেবন করে থাকেন তাহলে আপনাদের শরীরের বিভিন্ন পার্শপ্রতিক্রিয়া দেখা যেতে পারে। আপনার রোগ অনুযায়ী ডাক্তার যেই নির্দেশনার ঔষধ দিয়েছেন তার বাইরে বাইরে বেশি মাত্রায় সেবন করবেন না। এতে বিভিন্ন সমস্যা হতে পারে যেমনঃ
অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসাকরা ঔষধ যেকোনো ধরনের ওষুধ খাবার পরে ভরা পেটে খাবার পরামর্শ দেয় ও খালি পেটে ওষুধ খাওয়ার নির্দেশনা অনেক ক্ষেত্রেই দেয় না। সে ক্ষেত্রে ইনডেভার ১০ ট্যাবলেট অবশ্যই খাওয়ার পরে ভরা পেটে সেবন করবেন। খালি পেটে ওষুধ খেলে মাথা ঘোরার মত সমস্যা হতে পারে এছাড়াও দুর্বলতার লক্ষণ দেখা যেতে পারে। এছাড়াও গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে। এজন্যই ওষুধগুলো ভরা পেটে খাওয়াই উত্তম।
তবে সাধারণত ইনডেভার ১০ ওষুধটি ১ মাস বা ৩০ দিন খাওয়ার নির্দেশনা দেয়। এই সময়ের মধ্যে যদি রোগী সুস্থ না হয় তাহলে ইনডেভার ১০ ট্যাবলেটটি আরো ১০ থেকে ১৫ দিন বৃদ্ধি করে ৪০ থেকে ৪৫ দিন খেতে পারে। সুতরাং এ থেকে বোঝা যায় এই ওষুধটি কতদিন খেতে হবে তাই আর কোন নির্দিষ্ট সময় সীমা নেই রোগী যতদিন সম্পূর্ণ সুস্থ হয়ে না হচ্ছে ওষুধটি ততদিন খাওয়ার নির্দেশনা দেওয়া যায়।
অনেকেই আছেন যারা বিভিন্ন ওয়েবসাইটের নির্দেশ অনুযায়ী ইনডেভার ১০ tablet সেবন করার সিদ্ধান্ত নিয়ে থাকেন। এই কাজটি করা একদমই উচিত নয় যে কোন ধরনের ওষুধ সেবন করার পূর্বে অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া খুবই গুরুত্বপূর্ণ।
- আমাদের দুশ্চিন্তা কমাতে সাহায্য করে।
- হার্ট এটাক প্রতিরোধ
- উদ্বিগ্নতা দূর করে
- ঘাড় ব্যথা কমায়
- শ্বাস-প্রশ্বাস নিতে সাহায্য করে
- প্রেসার বা উচ্চ রক্তচাপের সমস্যা দূর করে।
- মানসিক চাপ কমাতে সাহায্য করে
- মাইগ্রেনের সমস্যা ভালো করে
- বুক ধরফর করা বন্ধ করে
- হৃদপিন্ডের অস্বাভাবিক স্পন্দন রোধ করে
- প্রাথমিক উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে
আরো পড়ুনঃ
তাই এ বিষয়ে সচেতন হয়ে আপনাকে অবশ্যই অভিজ্ঞ ডাক্তারের সাথে পরামর্শ করতে হবে। আশা করছি ইনডেভার 10 এর কাজ কি বা এই ওষুধ কোন কোন রোগের ক্ষেত্রে কার্যকরী ভূমিকা পালন করে তা জানতে পেরেছেন। এবার চলুন, ইনডেভার ১০ বেশি খেলে কি হবে সেই সম্পর্কে জেনে নেওয়া যাক।
ইনডেভার কেন খায়
ইনডোভার কেন খায়? এর কারণ মূলত এই ওষুধটি আমাদের শরীরে অভ্যন্তরীণে একটি Beta Blocker হিসেবে কাজ করে। যা আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। আমাদের ভেতর অনেকে জানতে চাই ইনডোভার ১০ কেন খায় এজন্য আমরা আজ এই পোস্টে ইনডেভার ১০ কেন খায় এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব।আরো পড়ুনঃ অতিরিক্ত কাশি হলে কি ওষুধ খাব? বাচ্চাদের সর্দি-কাশির সিরাপ স্কয়ার
ইনডেভার ১০ আমাদের শরীরের জন্য একটি উপকারী ঔষধ। এটি সাধারণত মানব শরীর নানান ধরনের উপকার সাধন করে। যেমনঃ মাইগ্রেনের সমস্যা, উচ্চ রক্তচাপ , উদ্বিগ্নতা , দুশ্চিন্তা, প্রেসারের সমস্যা, অনিয়মিতি হৃদস্পন্দন , ঘাড় ব্যথা , বুকে ধপ ধপ করা , ডিপ্রেশন, আলোর প্রতি অতি সংবেদনশীলতা, হাইপারটেনশন , নিঃশ্বাসের সমস্যা ইত্যাদি রোগের জন্য এই ওষুধটি ব্যবহার করা হয়ে থাকে। এছাড়া এমন আরো অনেক রোগ আছে যে রোগ গুলোর চিকিৎসায় চিকিৎসক Gintex 500 এন্টিবায়োটিক ব্যবহার করার নির্দেশনা দিয়ে থাকেন।
ইনডেভার এর দাম কত
ইনডেভার ১০ এর দাম কত? এই বিষয়ে আজকে আমরা বিস্তারিত জানবো। ইনডেভার ১০ এর দাম সাধারণত বিভিন্ন ব্র্যান্ড, ফার্মেসি, অঞ্চল ভেদে ও কোন সময়ে কিনছেন তার উপর নির্ভর করে। এছাড়া বাজারে বিভিন্ন ডজে যেমন ইনডেভার ৫, ইনডেভার 10 ,ইনডেভার ২০ ও ইনডেভার ৪০ এই বিভিন্ন ডোজের ঔষধের দাম বিভিন্ন হয়ে থাকে। এই ট্যাবলেট পাওয়া যায় থাকে তবে বাংলাদেশের বাজারে এই ট্যাবলেট এর দাম সাধারণত ৩০০ থেকে ৫০০ টাকার ভিতরে হয়ে থাকে। চলুন তাহলে ইনডেভার ১০ এর দাম সম্পর্কে যে দেশে যাক।- ইনডেভার ১০ (indever 10) এর প্রতি পিস এর মূল্য ( Unit Price) মাত্র ০.৫১ টাকা। প্রতি পাতায় থাকে ২০টি করে ওষুধ যার মোট মূল্য ১০.২০ টাকা। প্রতি বাক্সে ১০০ টি করে ট্যাবলেট থাকে যার মোট মূল্য মাত্র ৳ ৫১ টাকা।
- ইনডেভার ২০ (indever 20) প্রতি পিচ এর মূল্য (Unit Price) মাত্র ৳ ১ টাকা। প্রতি বক্সে ১০০ টি করে ট্যাবলেট থাকে যার মোট মূল্য মাত্র ৳ ১০০ টাকা।
- ইনডেভার ৪০ (indever 40) প্রতি পিচ এর মূল্য (Unit Price) মাত্র ৳ ১.৫ টাকা। প্রতি বক্সে থাকে ১০০ টি করে ট্যাবলেট যার মোট মূল্য মাত্র ১৫০ টাকা।
ইনডেভার কিসের ঔষধ
ইনডেভার সাধারণত একটি উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের একটি ওষুধ। যাদের উচ্চ রক্তচাপ অথবা এনজিনা সমস্যায় ভুগছেন তারা সাধারণত এটি ব্যবহার করে। ইনডেভার ১০ ওষুধটির প্রস্তুতকারক হলো এসিআই লিমিটেড। যার মূল উপাদান হলো প্রোপ্রানলল হাইড্রোক্লোরাইড। এটি একটি বিটা ব্লকার জাতীয় ঔষধ। এই ওষুধটি আমাদের যেসব উপসর্গের ব্যবহার করে থাকি সেগুলো হলঃ- আমাদের উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে।
- বুকে ব্যথার সমস্যা দূর করে।
- এনজিনা পেক্টরিস রোগ ভালো করে।
- আমাদের হার্টে অক্সিজেনের সরবরাহ বৃদ্ধির মাধ্যমে বুকের ব্যথা কমাতে সাহায্য করে।
- হৃদপিন্ডের স্পন্দনকে স্বাভাবিক রাখতে কাজ করে।
- থাইরয়েড গ্রন্থির অতিরিক্ত মাত্রায় হরমোন তৈরি নিয়ন্ত্রণ করে।
- থাইরয়েডের কারণে হওয়া থাইরোটক্সিকোসিস রোগ নিয়ন্ত্রণ করে।
- আমাদের মানসিক পরিবর্তন, উদ্বিগ্নতা ও বিষণ্ণতার চাপ কমাতে সাহায্য করে।
- মাইগ্রেনের সমস্যা প্রতিরোধ করে।
ইনডেভার ১০ খাওয়ার নিয়ম
ইনডেভার ১০ খাওয়ার নিয়ম ভাল করে মেনে খেলে এই ওষুধ থেকে আপনি সঠিক উপকার পাবেন। এই ধরনের ওষুধ খাওয়ার নিয়ম সাধারণত রোগীর বয়স, রোগের ধরন ও মাত্রার উপর নির্ভর করে। এই ওষুধটি খাওয়ার নিয়ম জানার জন্য আপনি কোন ভালো বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন তিনি আপনাকে ইনডেভার ১০ খাওয়ার সঠিক নিয়ম বলে দেবে।ডাক্তারের পরামর্শ অনুযায়ী ডোজ অনুযায়ী ঔষধ গুলো খেলে পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া ভালো উপকার পাবেন। বিশেষজ্ঞ চিকিৎসক আপনাকে বিভিন্নভাবে পরীক্ষা নিরীক্ষা করে এই ডোজ গুলো নির্ধারণ করে। ডাক্তাররা সাধারণত দিনে ২বার করে ০.২৫ মিলিগ্রাম থেকে ১০০ মিলিগ্রাম ১২ থেকে ১৮ বছর বয়সীদের খাওয়ার পরামর্শ দেই।
আরো পড়ুনঃ গর্ভবতী হওয়ার লক্ষণ কতদিন পর বোঝা যায়-প্রথমবার গর্ভবতী হওয়া লক্ষণ
এই ওষুধগুলো খালি পেটে সেবন করা উচিত নয়। খাবার পর পানি দিয়ে ইনডেভার ট্যাবলেট গিলে ফেলুন। ট্যাবলেটটি চিবিয়ে খাবেন না। Indever 10 ট্যাবলেট সেবন করার জন্য একটি নির্দিষ্ট সময় বেছে নিন। চলুন তাহলে ইনডেভার ট্যাবলেট খাওয়ার নিয়ম সম্পর্কে বিস্তারিত জানিয়ে আসা জাক।
১ থেকে ১৮ বছর বয়সী বাচ্চাদের জন্য ট্যাবলেটটি খাওয়ার নিয়মঃ
- সদ্য জন্মানো নবজাতক শিশুদের উচ্চ রক্ত চাপের ক্ষেত্রে ০.২৫ থেকে ০.৫ মিলিগ্রাম ট্যাবলেট দিয়ে তিনবার সেবন করতে হবে।
- ১ মাস থেকে ১২ বছর বয়সী বাচ্চাদের ক্ষেত্রে ০.২৫ থেকে ১ মিগ্রা. ঔষধ সেবন করবেন। তবে তবে মনে রাখবেন ওষুধের ডোজ সর্বোচ্চ ৫ মিগ্রা. এর বেশি যেন না হয়।
- ১২ থেকে ১৮ বছর বয়সী বাচ্চাদের জন্য 80 মিলিগ্রাম ট্যাবলেট দিনে দুইবার খেলে হবে। তবে প্রয়োজন অনুযায়ী সর্বোচ্চ ১৬০ থেকে ৩২০ মিলিগ্রাম সেবন করা যেতে পারে।
১৮ বছরের বেশি বয়সীদের ক্ষেত্রে খাওয়ার নিয়মঃ
- ১৮ বছর বয়সের উপরে যাদের উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে ৮০ মিলিগ্রাম ট্যাবলেট দিনে ২বার সেবন করতে হবে। তবে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ডোজের কম বেশি হতে পারে।
- তাদের এনজিনা পেক্টরিস এর সমস্যায় ভুগছেন তারা ৪০ মিগ্রা. ট্যাবলেট দিনে ২ থেকে ৩ করে বার সেবন করলেই চলবে। তবে দিনে ১২০ থেকে ২৪০ মিগ্রা. এর বেশি সেবন করা উচিত নয়।
- যাদের থাইরােটক্সিকোসিস সমস্যা রয়েছে তারা ১০ থেকে ৪০ মিগ্রা. করে দিনে ৩ থেকে ৪বার খেতে পারবেন।
- প্রাপ্ত বয়স্করা যারা মাইগ্রেনের সমস্যায় ভুগছেন তারা ৪০ মিগ্রা করে দিনে ২বার সেবন করা উচিত।
ইনডেভার ১০ এর পার্শ্বপ্রতিক্রিয়া
ইতিমধ্যে আমরা ইনডেভার এর কাজ কি? ও ঔষধ খাওয়ার নিয়ম সম্পর্কে আলোচনা করেছি এবার চলুন ইনডেভার ১০ এর পার্শ্ব প্রতিক্রিয়া কি এই সম্পর্কে বিস্তারিত জানবো। ইনডেভার ওষুধটি আমাদের জন্য একটি উপকারী ঔষধ। ওষুধটি আমাদের মাইগ্রেনের সমস্যা ও উচ্চ রক্তচাপ জন্য বিশেষভাবে ব্যবহার করা হয়ে থাকে। তবে এই ওষুধের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে।আরো পড়ুনঃ মাথা ব্যাথা কমানোর দশটি ওষুধের নাম
পৃথিবীর সকল ওষুধের কমবেশি কোনো না কোনো পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। ইনডেভার ১০ ওষুধটি এর ব্যতিক্রম নয়। এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া হওয়ার মূল কারণ ট্যাবলেটটির অতিরিক্ত ব্যবহার ও ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া ভুল রোগের চিকিৎসার জন্য ব্যবহার করা। নিচে ইনডেভার ট্যাবলেটের পার্শ্বপ্রতিক্রিয়া গুলো দেওয়া হলঃ
- পা ঠান্ডা হয়ে আসতে পারে
- অবসন্নতার সৃষ্টি হতে পারে
- বমি বমি ভাব অথবা বমি হতে পারে
- মাথা ঘুরতে পারে
- মাথা ব্যথার মতন সমস্যা হতে পারে
- রক্তচাপ কমে যাওয়ার সম্ভাবনা থাকে
- বুক ধরফর করারসমস্যা হতে পারে
- অনিদ্রা বা ঘুমের সমস্যা হতে পারে
- প্যারিস্থিসিয়া
- অতিরিক্ত ঘুম আশার মতন সমস্যা দেখা দিতে পারে
- শরীর ঠান্ডা হয়ে যেতে পারে
- শরীরে এলার্জির প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে
- শরীরের বিভিন্ন স্থানে চুলকানি হতে পারে ইত্যাদি।
গর্ভাবস্থায় কি ইনডেভার ১০ নিরাপদ?
গর্ভাবস্থায় ইনডেভার কেন খাই? অনেকেই এই সম্পর্কে জানতে আগ্রহী। গর্ভাবস্থায় একটি নারীর জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ একটি সময়। তাই গর্ভাবস্থায় অনেক নারীদের উচ্চ রক্তচাপের সমস্যা হতে পারে। গর্ভাবস্থায় উচ্চ রক্তচাপের সমস্যা ভয়ংকর রূপ এমনকি মা ও শিশুর বড় ধরনের ক্ষতির সম্ভাবনা থেকে যায়। এই উচ্চ রক্তচাপের সমস্যা সমাধানের জন্য অনেকেই ইনডেভার ১০ ট্যাবলেট খেয়ে থাকেন।আরো পড়ুনঃ মোনাস ১০ এর কাজ কি
তবে গর্ভাবস্থায় ডাক্তারের পরামর্শ ছাড়া ইনডেভার ওষুধ খাওয়া উচিত নয়। এতে মা ও শিশুর স্বাস্থ্য ঝুঁকি থেকে যায়। এই সময়ে যদি কোন মহিলার উচ্চ রক্তচাপ অথবা মাইগ্রেনের সমস্যা দেখা দেয় তাহলে দ্রুত ডাক্তারের শরণাপন্ন হয় না ডাক্তার যদি আপনাকে এই ওষুধটি খাওয়ার অনুমতি দেয় তাহলেই ওষুধ গ্রহণ করুন। তাছাড়া এই ওষুধগুলো খাওয়া থেকে সাবধানতা অবলম্বন করুন।
সাধারণত গর্ভাবস্থায় ইনডেভার ১০ সেবন করা করা নিষিদ্ধ। কেননা এই ওষুধের মধ্যে রয়েছে প্রােপ্রানল উপাদান যা মানুষের দুঃখের সময় নিঃসৃত হয়। সুতরাং গর্ভাবস্থায় ঔষধটি খাওয়া গর্ভবতী নারী ও গর্ভের শিশুর জন্য নিরাপদ নয়। যদি খুব বেশি প্রয়োজন পড়ে তাহলে চিকিৎসকের পরামর্শ নিন।
ইনডেভার ১০ ব্যবহারের সতর্কতা সমূহঃ
ইনডেভার ঔষধ খাওয়ার আগে অবশ্যই এই ওষুধের উল্লেখিত সতর্কতা সম্পর্কে আমাদের জানা উচিত। যে কোন ধরনের ওষুধের ক্ষেত্রে আমাদের সর্তকতা ও সাবধানতা অবলম্বন করা উচিত। ইনডেভার ট্যাবলেট এর ব্যতিক্রম নয়। ইনডেভার সতর্কতার সাথে সেবন না করলে আমাদের বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হতে পারে। ইনডেভার ১০ ওষুধ বিশেষজ্ঞ ডাক্তাররা সতর্কতার সাথে ব্যবহার করার পরামর্শ দেন। তাহলে ইনডেভার ১০ ঔষধ সেবনের সতর্কতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা জাকঃ- গর্ভবতী ও স্তন্যদানকারী মায়েদের ওষুধটি সাবধানতার সাথে ব্যবহার করতে হবে।
- যাদের যকৃতের সমস্যা রয়েছে ও বৃক্কের দুর্বলতা আছে তাদের জন্য ওষুধটি সতর্কতার সাথে ব্যবহার করা উচিত।
- ইনডেভার ওষুধের সাথে অন্য কোন ঔষধ খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ নিন।
- গর্ভাবস্থায় এবং স্তন্যদানকারী মায়েদের এই ঔষধটি সতর্কতার সাথে অবলম্বন করতে বলেন ডাক্তাররা।
- পূর্বে যদি আপনার অন্য কোন রোগ থাকে তাহলে ঔষধি ডাক্তারের প্রেসক্রিপশন ব্যতীত সেবন করবেন না।
ইনডেভার ১০ বেশি খেলে কি হবে
যেকোনো ধরনের ঔষধ আমাদের নির্দিষ্ট বয়স , রোগ ও রোগের মাত্রা অনুযায়ী ডাক্তার আপনাকে নির্ধারিত মাত্রায় ডোজের ওষুধ প্রেসক্রিপশন দিয়ে থাকে। এই ওষুধগুলো আমাদের রোগ নিরাময়ের জন্য এগুলো অযথা খাওয়ার জন্য না। এজন্য ইনডেভার সহ যেকোনো ধরনের ওষুধ প্রয়োজনের বেশি খাওয়া উচিত নয়।যদি কোন কারণে আপনি প্রয়োজন ছাড়া অতিরিক্ত মাত্রায় এই ওষুধগুলো সেবন করে থাকেন তাহলে আপনাদের শরীরের বিভিন্ন পার্শপ্রতিক্রিয়া দেখা যেতে পারে। আপনার রোগ অনুযায়ী ডাক্তার যেই নির্দেশনার ঔষধ দিয়েছেন তার বাইরে বাইরে বেশি মাত্রায় সেবন করবেন না। এতে বিভিন্ন সমস্যা হতে পারে যেমনঃ
- সাস্থ ও সুরক্ষা
- তীব্র মাথা ব্যথার সমস্যা হতে পারে।
- শরীরের এলার্জির প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে।
- শরীরে চুলকানি হতে পারে।
- বুক ধবধব করতে পারে।
- ঘাড়ের রগে টান ধরার মতন সমস্যা সৃষ্টি হতে পারে ইত্যাদি।
ইনডেভার ১০ খাওয়ার আগে না পরে
উপরে আমরা জানলাম ইনডেভার এর কাজ কি? খাওয়ার নিয়ম ও পার্শ্ব প্রতিক্রিয়া গুলো এবার চলুন ইনডেভার ১০ খাওয়ার আগে নাকি খাওয়ার পরে খেতে হয় এ সম্পর্কে জানা যাক। যে কোন ওষুধ খাওয়ার একটি নির্দিষ্ট নিয়ে আছে এই সঠিক নিয়মে ওষুধ সেবন করলে ওষুধের কার্যকারিতা অনেক বেশি বৃদ্ধি পায়। এজন্য আমাদের জানা প্রয়োজন ইনডেভার ১০ খাওয়ার আগে না পরে খেতে হয়।অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসাকরা ঔষধ যেকোনো ধরনের ওষুধ খাবার পরে ভরা পেটে খাবার পরামর্শ দেয় ও খালি পেটে ওষুধ খাওয়ার নির্দেশনা অনেক ক্ষেত্রেই দেয় না। সে ক্ষেত্রে ইনডেভার ১০ ট্যাবলেট অবশ্যই খাওয়ার পরে ভরা পেটে সেবন করবেন। খালি পেটে ওষুধ খেলে মাথা ঘোরার মত সমস্যা হতে পারে এছাড়াও দুর্বলতার লক্ষণ দেখা যেতে পারে। এছাড়াও গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে। এজন্যই ওষুধগুলো ভরা পেটে খাওয়াই উত্তম।
ইনডেভার ১০ কতদিন খেতে হয়
আপনি বিবাহিত হন বা অবিবাহিত প্রত্যেকের ইনডেভার ঔষধটি খেতে পারেন। ক্ষতিকর ব্যাকটেরিয়া মানুষের নানা প্রকার যে করে থাকে এবং উপকারী ব্যাকটেরিয়া গুলো মানুষের জন্য উপকারী। চিকিৎসক আপনাকে জানাই পরীক্ষা করে এই ঔষধটি খাবার নির্দেশনা দেন। ইনডেভার কতদিন খাবেন সেটা নির্ভর করে আপনার রোগের ধরনের উপর।তবে সাধারণত ইনডেভার ১০ ওষুধটি ১ মাস বা ৩০ দিন খাওয়ার নির্দেশনা দেয়। এই সময়ের মধ্যে যদি রোগী সুস্থ না হয় তাহলে ইনডেভার ১০ ট্যাবলেটটি আরো ১০ থেকে ১৫ দিন বৃদ্ধি করে ৪০ থেকে ৪৫ দিন খেতে পারে। সুতরাং এ থেকে বোঝা যায় এই ওষুধটি কতদিন খেতে হবে তাই আর কোন নির্দিষ্ট সময় সীমা নেই রোগী যতদিন সম্পূর্ণ সুস্থ হয়ে না হচ্ছে ওষুধটি ততদিন খাওয়ার নির্দেশনা দেওয়া যায়।
অনেকেই আছেন যারা বিভিন্ন ওয়েবসাইটের নির্দেশ অনুযায়ী ইনডেভার ১০ tablet সেবন করার সিদ্ধান্ত নিয়ে থাকেন। এই কাজটি করা একদমই উচিত নয় যে কোন ধরনের ওষুধ সেবন করার পূর্বে অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া খুবই গুরুত্বপূর্ণ।

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url