সবচেযে ভালো ইস্তিগফার-* সাইয়্যেদুল ইস্তিগফার (শ্রেষ্ট ইস্তিগফার)

মাম বুখারী শাদ্দাদ বিন আওস(রা:)থেকে বর্ণনা করেন তিনি নবি সাল্লাল্লাহু (আ: )থেকে বর্ণনা করেন যে সাইয়্যেদুল ইস্তিগফার (শ্রেষ্ট ইস্তিগফার) হল:


   উচ্চারন:*আল্লা-হুম্মা আনতা রব্বী লা ইলা-হা ইল্লা আনতা খালাক্বতানী, ওয়া আনা ‘আব্দুকা’ আনা ‘আলা ‘আহদিকা ওয়া ওয়া‘দিকা মাস্তাত্ব‘তু, আ‘ঊযুবিকা মিন শাররি মা সানা‘তু। আবূউ লাকা বিনি‘মাতিকা ‘আলাইয়্যা, ওয়া আবূউ বিযাম্বী ফাগফিরলী ফাইন্নাহূ লা ইয়াগফিরুয্ যুনূবা ইল্লা আনতা*।

    অর্থ:*’হে আল্লাহ! তুমি আমার পালনকর্তা। তুমি ব্যতীত কোন উপাস্য নেই। তুমি আমাকে সৃষ্টি করেছ। আমি তোমার দাস। আমি আমার সাধ্যমত তোমার নিকটে দেওয়া অঙ্গীকারে ও প্রতিশ্রুতিতে দৃঢ় আছি। আমি আমার কৃতকর্মের অনিষ্ট হ’তে তোমার নিকটে আশ্রয় প্রার্থনা করছি। আমি আমার উপরে তোমার দেওয়া অনুগ্রহকে স্বীকার করছি এবং আমি আমার গোনাহের স্বীকৃতি দিচ্ছি। অতএব তুমি আমাকে ক্ষমা কর। কেননা তুমি ব্যতীত পাপসমূহ ক্ষমা করার কেউ নেই

তিনি আরো বলেছেন যে ব্যক্তি দিনের বেলায একীনের সাথে এ বাক্য গুলো বলবে এবং সেদিন সন্ধার আগে মারা যাবে সে ব্যক্তি জান্নাতের অধিবাসি হবে।আর যে ব্যক্তি রাতের  বেলায একীনের সাথে এ বাক্য গুলো বলবে এবং সকাল হবার আগে মারা যাবে সে ব্যক্তি জান্নাতের অধিবাসি হবে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url